লোকসভা ভোটের আগে বিপাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। ভোটের আগে মুক্তি নিয়ে ছবির চার প্রযোজককে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর সঙ্গেই ছবির প্রচারের জন্য দুটি সংবাদপত্রকেও পাঠানো হয়েছে নোটিশ।
আগামী ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। কিন্তু, ভোটের আগে ছবির মুক্তিকে প্রোপাগ্যান্ডা বলে অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেস ও CPM। পাশাপাশি ছবিটি মুক্তি নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা।
ANI-র তরফে জানা গেছে, গত ২০ মার্চ পূর্ব দিল্লির রিটার্নিং অফিসার কে মহেশ ছবির প্রযোজনা সংস্থা ও মিউজ়িক সংস্থার পাশাপাশি ২টি সংবাদপত্রকে বিজ্ঞাপনের চুক্তি লঙ্ঘনের অভিযোগে নোটিশ পাঠিয়েছে। জানা গেছে, নোটিশে নির্বাচন কমিশন জানতে চেয়েছে যে ছবিটি মুক্তি পিছনো সম্ভব কি না।
ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা বিবেক ওবেরয়। ২ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে নরেন্দ্র মোদির ছোটোবেলাকে যেমন দেখানো হয়েছে, তেমনই তুলে ধরা হয়েছে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারকেও। ছবিতে আছে গুজরাট হিংসা, IPC ৩৭০ ধারা নিয়ে আন্দোলনের মতো একাধিক ইশু। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের ঝলক আছে ট্রেলারে। কিন্তু, লোকসভা নির্বাচনের আগেই কেন ছবিটি মুক্তি পাচ্ছে ? তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।