ETV Bharat / sitara

নাগপুর পুলিশের নজরে রণবীর সিংয়ের প্রোফাইল.. - Ranveer Singh social media post

কে বলেছে পুলিশ রসিকতা করতে পারে না ? সম্প্রতি রণবীর সিংয়ের একটি পোস্টে জবাব দিয়ে এই ধারণা ভাঙলেন নাগপুর পুলিশ।

Ranveer Singh with connection with Nagpur police
author img

By

Published : Nov 7, 2019, 3:13 PM IST

Updated : Nov 7, 2019, 6:20 PM IST

মুম্বই : 1999 সালের জনপ্রিয় সিনেমা 'হসিনা মান যায়েগি'-র 'হোয়াট ইজ় মোবাইল নম্বর' গানটি আজও মনে রেখেছে দর্শক। রণবীর সিং সম্প্রতি তাঁর একটি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন এই গানের কথাগুলো। রণবীরের পোস্ট নজর এড়ালো না নাগপুর পুলিশের।

অভিনেতা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "হোয়াট ইজ় মোবাইল নম্বর, হোয়াট ইজ় ইওর স্মাইল নম্বর, হোয়াট ইজ় ইওর স্টাইল নম্বর, করুঁ ক্যায় ডায়াল নম্বর"। আর নাগপুর পুলিশ রণবীরের পোস্টটি উল্লেখ করে ক্যাপশনে লিখেছে, "100", অর্থাৎ পুলিশ স্টেশনের নম্বর।

Ranveer Singh with connection with Nagpur police
নাগপুর পুলিশের সেই পোস্ট...

নাগপুর পুলিশের এই রসবোধের প্রশংসা করেছেন নেটিজ়েনরা । কেউ লিখেছেন, "100-র মধ্যে 100" তো কেউ লিখেছেন, "ফুল স্পিডে নাগপুর পুলিশ।"

দেখে নিন সেই পোস্ট...

রসবোধের ব্যাপারে কম যান না রণবীর। কয়েকদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে জানান যে, বিয়ের সিজ়নে 'এন্টারটেনার' ভাড়া পাওয়া যাচ্ছে। আর ছবিটা ছিল তাঁরই...

  • Shaadi Season is here!
    Entertainer for Hire. 🕺🏿
    Available for events, wedding, budday party, mundan 🎊 pic.twitter.com/XqUolECawl

    — Ranveer Singh (@RanveerOfficial) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : 1999 সালের জনপ্রিয় সিনেমা 'হসিনা মান যায়েগি'-র 'হোয়াট ইজ় মোবাইল নম্বর' গানটি আজও মনে রেখেছে দর্শক। রণবীর সিং সম্প্রতি তাঁর একটি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন এই গানের কথাগুলো। রণবীরের পোস্ট নজর এড়ালো না নাগপুর পুলিশের।

অভিনেতা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "হোয়াট ইজ় মোবাইল নম্বর, হোয়াট ইজ় ইওর স্মাইল নম্বর, হোয়াট ইজ় ইওর স্টাইল নম্বর, করুঁ ক্যায় ডায়াল নম্বর"। আর নাগপুর পুলিশ রণবীরের পোস্টটি উল্লেখ করে ক্যাপশনে লিখেছে, "100", অর্থাৎ পুলিশ স্টেশনের নম্বর।

Ranveer Singh with connection with Nagpur police
নাগপুর পুলিশের সেই পোস্ট...

নাগপুর পুলিশের এই রসবোধের প্রশংসা করেছেন নেটিজ়েনরা । কেউ লিখেছেন, "100-র মধ্যে 100" তো কেউ লিখেছেন, "ফুল স্পিডে নাগপুর পুলিশ।"

দেখে নিন সেই পোস্ট...

রসবোধের ব্যাপারে কম যান না রণবীর। কয়েকদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে জানান যে, বিয়ের সিজ়নে 'এন্টারটেনার' ভাড়া পাওয়া যাচ্ছে। আর ছবিটা ছিল তাঁরই...

  • Shaadi Season is here!
    Entertainer for Hire. 🕺🏿
    Available for events, wedding, budday party, mundan 🎊 pic.twitter.com/XqUolECawl

    — Ranveer Singh (@RanveerOfficial) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Intro:Body:

নাগপুর পুলিশের নজরে রণবীর সিংয়ের প্রোফাইল..



কে বলেছে পুলিশ রসিকতা করতে পারে না ? সম্প্রতি রণবীর সিংয়ের একটি পোস্টে জবাব দিয়ে এই মিথ ভাঙলেন নাগপুর পুলিশ।



মুম্বই : 1999 সালের জনপ্রিয় সিনেমা 'হসিনা মান যায়েগি'-র 'হোয়াট ইজ় মোবাইল নাম্বর' গানটি আজও  মনে রেখেছে দর্শক। রণবীর সিং সম্প্রতি তাঁর একটি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন এই গানের কথাগুলো। রণবীরের পোস্ট নজর এড়ালো না নাগপুর পুলিশের।



রণবীরের পোস্টে অভিনেতা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "হোয়াট ইজ় মোবাইল নাম্বর, হোয়াট ইজ় ইওর স্মাইল নম্বর, হোয়াট ইজ় ইওর স্টাইল নম্বর, করুঁ ক্যায় ডায়াল নাম্বর"। আর নাগপুর পুলিশ রণবীরের পোস্টটি উল্লেখ করে ক্যাপশনে লিখেছ, "100", অর্থাৎ পুলিশ স্টেশনের নম্বর।



নাগপুর পুলিশের এই রসবোধের প্রশংসা করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, "100-র মধ্যে 100" তো কেউ লিখেছেন, "ফুল স্পিডে নাগপুর পুলিশ।"



দেখে নিন সেই পোস্ট...


Conclusion:
Last Updated : Nov 7, 2019, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.