মুম্বই : 1999 সালের জনপ্রিয় সিনেমা 'হসিনা মান যায়েগি'-র 'হোয়াট ইজ় মোবাইল নম্বর' গানটি আজও মনে রেখেছে দর্শক। রণবীর সিং সম্প্রতি তাঁর একটি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন এই গানের কথাগুলো। রণবীরের পোস্ট নজর এড়ালো না নাগপুর পুলিশের।
অভিনেতা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "হোয়াট ইজ় মোবাইল নম্বর, হোয়াট ইজ় ইওর স্মাইল নম্বর, হোয়াট ইজ় ইওর স্টাইল নম্বর, করুঁ ক্যায় ডায়াল নম্বর"। আর নাগপুর পুলিশ রণবীরের পোস্টটি উল্লেখ করে ক্যাপশনে লিখেছে, "100", অর্থাৎ পুলিশ স্টেশনের নম্বর।
নাগপুর পুলিশের এই রসবোধের প্রশংসা করেছেন নেটিজ়েনরা । কেউ লিখেছেন, "100-র মধ্যে 100" তো কেউ লিখেছেন, "ফুল স্পিডে নাগপুর পুলিশ।"
দেখে নিন সেই পোস্ট...
রসবোধের ব্যাপারে কম যান না রণবীর। কয়েকদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে জানান যে, বিয়ের সিজ়নে 'এন্টারটেনার' ভাড়া পাওয়া যাচ্ছে। আর ছবিটা ছিল তাঁরই...
-
Shaadi Season is here!
— Ranveer Singh (@RanveerOfficial) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Entertainer for Hire. 🕺🏿
Available for events, wedding, budday party, mundan 🎊 pic.twitter.com/XqUolECawl
">Shaadi Season is here!
— Ranveer Singh (@RanveerOfficial) October 30, 2019
Entertainer for Hire. 🕺🏿
Available for events, wedding, budday party, mundan 🎊 pic.twitter.com/XqUolECawlShaadi Season is here!
— Ranveer Singh (@RanveerOfficial) October 30, 2019
Entertainer for Hire. 🕺🏿
Available for events, wedding, budday party, mundan 🎊 pic.twitter.com/XqUolECawl