ETV Bharat / sitara

রোহিতকে ধন্যবাদ মুম্বই পুলিশের - রোহিত শেট্টি

পরিচালক রোহিত শেট্টিকে ধন্যবাদ জানাল মুম্বই পুলিশ । কিন্তু কেন ? কারণ এই কোরোনা প্যান্ডেমিকের আবহে রোহিত বরাবর মুম্বই পুলিশের সহযোগিতা করেছেন ।

Mumbai police to rohit shetty
Mumbai police to rohit shetty
author img

By

Published : Jul 11, 2020, 7:18 PM IST

মুম্বই : কখনও মুম্বই পুলিশের জন্য হোটেল অ্যারেঞ্জ করছেন তো কখনও পাপারাৎজ়িদের অর্থনৈতিক সাহায্য করেছেন, কোরোনা মোকাবিলায় নিজের সামর্থ্য অনুযায়ী যাবতীয় সাহায্য করেছেন রোহিত শেট্টি । আর সেই জন্য পরিচালককে ধন্যবাদ জানালেন মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং ।

টুইটারের মাধ্যমে পরম বীর সিং জানিয়েছেন, "রোহিত শেট্টিকে আমাদের ধন্যবাদ । কোরোনা মোকাবিলায় আমাদের খাঁকি পরিহিত সমস্ত কর্মীদের উনি যেভাবে সমর্থন করেছেন, তার জন্য আমরা ওঁকে ধন্যবাদ জানাচ্ছি ।"

মুম্বই পুলিশের থাকার জন্য 11 টি হোটেল অ্যারেঞ্জ করেছেন রোহিত । সারাদিনের ক্লান্তির পর সেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন তাঁরা ।

এই কথার উল্লেখ করে পুলিশ কমিশনার লিখেছেন, "মিস্টার শেট্টি আমাদের অন-ডিউটি কর্মীদের জন্য 11 টি হোটেল অ্যারেঞ্জ করেছেন, যাঁরা দিনরাত রাস্তায় কাটাচ্ছেন..."

দেখে নিন সেই পোস্ট..

  • We thank Mr #RohitShetty, who has been a source of continued support for the men and women in Khaki ever since the onset of the #COVID19 pandemic.

    Mr. Shetty has facilitated 11 hotels with unlimited occupancy for our on-duty personnel #TakingOnCorona on the streets of Mumbai

    — CP Mumbai Police (@CPMumbaiPolice) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : কখনও মুম্বই পুলিশের জন্য হোটেল অ্যারেঞ্জ করছেন তো কখনও পাপারাৎজ়িদের অর্থনৈতিক সাহায্য করেছেন, কোরোনা মোকাবিলায় নিজের সামর্থ্য অনুযায়ী যাবতীয় সাহায্য করেছেন রোহিত শেট্টি । আর সেই জন্য পরিচালককে ধন্যবাদ জানালেন মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং ।

টুইটারের মাধ্যমে পরম বীর সিং জানিয়েছেন, "রোহিত শেট্টিকে আমাদের ধন্যবাদ । কোরোনা মোকাবিলায় আমাদের খাঁকি পরিহিত সমস্ত কর্মীদের উনি যেভাবে সমর্থন করেছেন, তার জন্য আমরা ওঁকে ধন্যবাদ জানাচ্ছি ।"

মুম্বই পুলিশের থাকার জন্য 11 টি হোটেল অ্যারেঞ্জ করেছেন রোহিত । সারাদিনের ক্লান্তির পর সেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন তাঁরা ।

এই কথার উল্লেখ করে পুলিশ কমিশনার লিখেছেন, "মিস্টার শেট্টি আমাদের অন-ডিউটি কর্মীদের জন্য 11 টি হোটেল অ্যারেঞ্জ করেছেন, যাঁরা দিনরাত রাস্তায় কাটাচ্ছেন..."

দেখে নিন সেই পোস্ট..

  • We thank Mr #RohitShetty, who has been a source of continued support for the men and women in Khaki ever since the onset of the #COVID19 pandemic.

    Mr. Shetty has facilitated 11 hotels with unlimited occupancy for our on-duty personnel #TakingOnCorona on the streets of Mumbai

    — CP Mumbai Police (@CPMumbaiPolice) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.