মুম্বই : বিমানের মধ্যে অভিনেত্রীর শ্লীলতাহানি ঘটনায় এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিল মুম্বইয়ের বিশেষ আদালত । দোষীসাব্যস্ত হওয়া ব্যক্তির নাম বিকাশ সচদেব । প্রায় দু'বছর আগে এই ঘটনা ঘটেছিল বলে জানা গেছে ।
2017 সালের ডিসেম্বরের ঘটনা । দিল্লি থেকে মুম্বইগামী ভিস্তারা বিমানে উঠেছিলেন অভিনেত্রী । বিমানে তাঁর পিছনের আসনেই ছিল বিকাশ । প্রাক্তন অভিনেত্রীর দু'ঘণ্টার বিমান সফরকে রীতিমতো কষ্টদায়ক করে তুলেছিল সে । বিমানে উঠে ঘুমিয়ে পড়েন অভিনেত্রী । এরপর তাঁর শরীরের বিভিন্ন অংশে পা দিয়ে স্পর্শ করে বিকাশ । প্রথমে বিষয়টি বুঝতে পারেননি অভিনেত্রী । পরে টের পেয়ে তাঁর ঘুম ভেঙে যায় । ছবিও তোলার চেষ্টা করেন তিনি । কিন্তু, বিমানের আলো কম থাকায় তা সম্ভব হয়নি ।
ঘটনার পর স্বভাবতই আতঙ্কিত অভিনেত্রী, সোশাল মিডিয়ায় সেই ভয়াবহ ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন । তাঁর অভিযোগ ছিল, চিৎকার করলেও সাহায্যের জন্য আসেননি বিমানকর্মীরা । আর সেই ভিডিয়ো প্রকাশ হওয়ার পরই শুরু হয় তোলপাড় । নিজেদের মতো সাফাই দেয় বিমানসংস্থা । এরপরই অভিযোগ দায়ের করেন অভিনেত্রী । তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । এত দিনে তাঁর সেই মামলার রায় ঘোষণা হল ।
ঘটনার সময় ওই অভিনেত্রী নাবালিকা ছিলেন । তাই বিকাশের বিরুদ্ধে POCSO আইনে মামলা দায়ের করা হয় । এ ছাড়াও আরও বেশ কিছু ধারায় মামলা দায়ের হয় তার নামে । আজ তাকে তিন বছর কারাদণ্ডের সাজা শোনান বিশেষ আদালতের বিচারক এডি দেও ।