ETV Bharat / sitara

সুশান্তের দুই দিদি আর ডাক্তারের বিরুদ্ধে FIR মুম্বই পুলিশের

author img

By

Published : Sep 9, 2020, 8:11 AM IST

সুশান্ত সিং রাজপুতের দুই দিদি প্রিয়াঙ্কা সিং এবং মিতু সিং ও দিল্লির কার্ডিয়োলজিস্ট ডাঃ তরুণ কুমারের বিরুদ্ধে FIR দায়ের মুম্বই পুলিশে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে খবরটি ।

sushant singh rajput sister case
sushant singh rajput sister case

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং ও এক চিকিৎসক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী । FIR দায়েরের আবেদন করেছিলেন তিনি । তাঁর আবেদন কার্যকরী হল ।

সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা আর মিতুর বিরুদ্ধে FIR দায়ের করল বান্দ্রা পুলিশ । শুধু তাই নয়, দিল্লির এক ডাক্তার তরুণ কুমারের বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা । অভিযোগ যে, কোনও প্রেসক্রিপশন ছাড়াই তরুণের লেখা ওষুধ খাওয়ানো হয়েছিল সুশান্তকে । দুশ্চিন্তা কাটানোর সেই ওষুধ নাকি তাঁকে খাইয়েছিলেন প্রিয়াঙ্কা আর মিতুই । তাই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সুশান্তকে একবারও না দেখে ডাক্তার জানলেন কী করে তাঁর কী সমস্যা ছিল ?

আরও পড়ুন : সুশান্তের দিদির বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ রিয়ার

যদিও সুশান্তের আর এক দিদি শ্বেতা সিং কীর্তি সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে, এই FIR ভুয়ো । সিং পরিবারকে ফাঁসানোর পরিকল্পনা কখনই সফল হবে না, জানিয়েছেন তিনি । তিনি লিখেছেন, "কোনও কিছুই আমাদের ভাঙতে পারবে না । অন্তত এই ভুয়ো FIR তো কখনই নয় ।"

ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী এই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন DCP এন.অম্বিকা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং ও এক চিকিৎসক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী । FIR দায়েরের আবেদন করেছিলেন তিনি । তাঁর আবেদন কার্যকরী হল ।

সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা আর মিতুর বিরুদ্ধে FIR দায়ের করল বান্দ্রা পুলিশ । শুধু তাই নয়, দিল্লির এক ডাক্তার তরুণ কুমারের বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা । অভিযোগ যে, কোনও প্রেসক্রিপশন ছাড়াই তরুণের লেখা ওষুধ খাওয়ানো হয়েছিল সুশান্তকে । দুশ্চিন্তা কাটানোর সেই ওষুধ নাকি তাঁকে খাইয়েছিলেন প্রিয়াঙ্কা আর মিতুই । তাই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সুশান্তকে একবারও না দেখে ডাক্তার জানলেন কী করে তাঁর কী সমস্যা ছিল ?

আরও পড়ুন : সুশান্তের দিদির বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ রিয়ার

যদিও সুশান্তের আর এক দিদি শ্বেতা সিং কীর্তি সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে, এই FIR ভুয়ো । সিং পরিবারকে ফাঁসানোর পরিকল্পনা কখনই সফল হবে না, জানিয়েছেন তিনি । তিনি লিখেছেন, "কোনও কিছুই আমাদের ভাঙতে পারবে না । অন্তত এই ভুয়ো FIR তো কখনই নয় ।"

ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী এই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন DCP এন.অম্বিকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.