সুইৎজ়ারল্যান্ড : তিন বছর আগে বিয়ে সেরে ফেলেছেন, এই ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিলেন মোনালি ঠাকুর । আর এবার শোনালেন তাঁর ফিল্মি বিয়ের গল্প ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মোনালি বললেন যে, বিয়ের কয়েকঘণ্টা আগে মাইককে এই দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার উপক্রম হয়েছিল । কারণ মাইকের ভিসা ছিল না ।
তাহলে বিয়েটা হল কী করে ? মোনালি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সাহায্যে মাইককে ফেরত পান তিনি । সেদিনের কথা আজও মনে পড়লে হেসে ফেলেন মোনালি । মনে করেন, তাঁর বিয়ে নিয়ে একটা আস্ত সিনেমা বানিয়ে ফেলা যাবে ।
মোনালি আরও এক মজার ব্যাপার শেয়ার করেন । তিনি নাকি সালোয়ার সুটের নিচে স্নিকার পরে বিয়ে করেছিলেন । সেই স্নিকার আবার একেবারে শেষ মুহূর্তে কেনা ।
সত্যিই, তাঁর বিয়ের দিনের ঘটনাগুলো জানতে পারলে সিনেমার থেকে কম কিছু মনে হবে না । আরও এরকম কত ঘটনা লুকিয়ে আছে কে জানে..