ETV Bharat / sitara

প্রয়াত মিঠুন চক্রবর্তীর বাবা, বেঙ্গালুরুতে আটকে অভিনেতা - মিঠুন চক্রবর্তীর খবর

95 বছর বয়সে প্রয়াত মিঠুন চক্রবর্তীর বাবা । মুম্বইতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বসন্ত কুমার চক্রবর্তী । আর এদিকে লকডাউনে বেঙ্গালুরুতে আটকে মিঠুন ।

mithun chakrabarty's father died
mithun chakrabarty's father died
author img

By

Published : Apr 22, 2020, 7:47 PM IST

মুম্বই : মারা গেলেন মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী । তবে লকডাউনের কারণে বেঙ্গালুরুতেই আটকে রয়েছেন মিঠুন । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

মৃত্যুকালে 95 বছর বয়স হয়েছিল বসন্তবাবুর । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন । রেনাল ফেলিওরের কারণেই এই মৃত্যু বলে খবর ।

মিঠুন, বসন্তবাবুর বড় ছেলে, বেঙ্গালুরু থেকে মুম্বই আসার চেষ্টা করছেন । বাবার শেষকৃত্যে থাকার চেষ্টা করছেন । একটি শুটের কারণে বেঙ্গালুরুতে গিয়ে সেখানেই আটকে গেছেন অভিনেতা । লকডাউনের ফলে ফিরতে পারেননি মুম্বই ।

তবে মিঠুনের পুরো পরিবার এখন মুম্বইতেই রয়েছে । ছেলে মহাক্ষয়, বা যাঁকে মিমো বলেই চেনে লোকে, তিনিও মুম্বইতেই..পাশে রয়েছেন শোকাহত পরিবারের ।

বসন্ত কুমার চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

মুম্বই : মারা গেলেন মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তী । তবে লকডাউনের কারণে বেঙ্গালুরুতেই আটকে রয়েছেন মিঠুন । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

মৃত্যুকালে 95 বছর বয়স হয়েছিল বসন্তবাবুর । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন । রেনাল ফেলিওরের কারণেই এই মৃত্যু বলে খবর ।

মিঠুন, বসন্তবাবুর বড় ছেলে, বেঙ্গালুরু থেকে মুম্বই আসার চেষ্টা করছেন । বাবার শেষকৃত্যে থাকার চেষ্টা করছেন । একটি শুটের কারণে বেঙ্গালুরুতে গিয়ে সেখানেই আটকে গেছেন অভিনেতা । লকডাউনের ফলে ফিরতে পারেননি মুম্বই ।

তবে মিঠুনের পুরো পরিবার এখন মুম্বইতেই রয়েছে । ছেলে মহাক্ষয়, বা যাঁকে মিমো বলেই চেনে লোকে, তিনিও মুম্বইতেই..পাশে রয়েছেন শোকাহত পরিবারের ।

বসন্ত কুমার চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.