ETV Bharat / sitara

আইনি জটিলতায় 'মির্জ়াপুর' সিজ়ন 2

'মির্জ়াপুর' সিজ়ন 2-এর বিরুদ্ধে অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের মির্জ়াপুর জেলার সাংসদ অনুপ্রিয়া প্যাটেল । মির্জ়াপুরকে বদনাম করা হয়েছে এই সিরিজ়ে, এমন অভিযোগ তুলে সিরিজ়টি বয়কটের ডাক দিলেন তিনি ।

author img

By

Published : Oct 25, 2020, 10:37 AM IST

mirzapur in legal complication
mirzapur in legal complication

মির্জ়াপুর : সোশাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে 'মির্জ়াপুর' । কারণ দু'দিন আগেই মুক্তি পেয়েছে এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন । উত্তরপ্রদেশের মির্জ়াপুর জেলার উপর চিত্রিত এই সিরিজ়ে সেই এলাকার দুর্নীতি, অন্যায়, ক্ষমতা দখলের লড়াই, সমাজবিরোধী কার্যকলাপকে তুলে ধরা হয়েছে ।

আর এখানেই আপত্তি অফস্ক্রিন মির্জ়াপুরের আসল সাংসদ অনুপ্রিয়া প্যাটেলের (আপনা দল) । এই সিরিজ়ের মাধ্যমে মির্জ়াপুরের বদনাম করা হচ্ছে, জাতিগত বিভেদ তৈরি করার চেষ্টা চলছে...অভিযোগ তুলেছেন অনুপ্রিয়া ।

তাঁর দাবি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে মির্জাপুর সম্প্রীতির আদর্শ জায়গা । তাই এই ধরনের কনটেন্ট দেখানোটা অন্যায় ।সিরিজ়টি বয়কটের দাবি জানিয়েছেন অনুপ্রিয়া ।

mirzapur in legal complication
সেই গাড়িটা

তবে তিনি যা-ই বলুন না কেন, দর্শক কিন্তু 'মির্জ়াপুর'-এর স্বাদ চেটেপুটে আস্বাদন করছেন । এতদিন ধরে অপেক্ষা করার পর সিজ়ন 2 এসেছে । তাদের কি তর সয় ? রাজনীতি ভুলে তারা এখন শিল্পের কদর করতে ব্যস্ত ।

মির্জ়াপুর : সোশাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে 'মির্জ়াপুর' । কারণ দু'দিন আগেই মুক্তি পেয়েছে এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন । উত্তরপ্রদেশের মির্জ়াপুর জেলার উপর চিত্রিত এই সিরিজ়ে সেই এলাকার দুর্নীতি, অন্যায়, ক্ষমতা দখলের লড়াই, সমাজবিরোধী কার্যকলাপকে তুলে ধরা হয়েছে ।

আর এখানেই আপত্তি অফস্ক্রিন মির্জ়াপুরের আসল সাংসদ অনুপ্রিয়া প্যাটেলের (আপনা দল) । এই সিরিজ়ের মাধ্যমে মির্জ়াপুরের বদনাম করা হচ্ছে, জাতিগত বিভেদ তৈরি করার চেষ্টা চলছে...অভিযোগ তুলেছেন অনুপ্রিয়া ।

তাঁর দাবি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে মির্জাপুর সম্প্রীতির আদর্শ জায়গা । তাই এই ধরনের কনটেন্ট দেখানোটা অন্যায় ।সিরিজ়টি বয়কটের দাবি জানিয়েছেন অনুপ্রিয়া ।

mirzapur in legal complication
সেই গাড়িটা

তবে তিনি যা-ই বলুন না কেন, দর্শক কিন্তু 'মির্জ়াপুর'-এর স্বাদ চেটেপুটে আস্বাদন করছেন । এতদিন ধরে অপেক্ষা করার পর সিজ়ন 2 এসেছে । তাদের কি তর সয় ? রাজনীতি ভুলে তারা এখন শিল্পের কদর করতে ব্যস্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.