কলকাতা : 'বাজি' ছবির শুটিংয়ের জন্য লন্ডনে গিয়েছিলেন । কোরোনা আতঙ্কের জন্য আপাতত শুটিং অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হয়েছে তাঁকে । বাড়িতে সাতদিন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । এমনকী, পরিবারের সদস্যদেরও এই সময় তাঁর বাড়িতে আসতে বারণ করে দিয়েছেন । তবে এই সময় নিজে বাড়ি থেকে বের হতে না পারলেও, দলীয় কর্মীদের দিয়েই স্থানীয় বাসিন্দাদের মধ্যে কোরোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ।
মিমির উদ্যোগেই সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার সুভাষগ্রামের স্থানীয়দের মধ্যে কোরোনা সতর্কতা তৈরি করলেন তৃণমূল কর্মীরা । সাংসদের নির্দেশে আজ সকালে সেখানে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় । তার মাধ্যমে সচেতন করা হয় এলাকার ছোটো থেকে বড় সব বাসিন্দাকেই । শিবিরে নিজের উদ্যোগেই স্থানীয়দের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ারের ব্যবস্থা করেন মিমি । তাঁর এই উদ্যোগে খুশি বাসিন্দারা ।
পাশাপাশি সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তাও দেন মিমি । বলেন, "একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা । এই সময় সবাইকে সবার পাশে থাকতে হবে । রাজ্য সরকারের তরফে সতর্কতামূলক যা কিছু বলা হচ্ছে সেগুলি মেনে চলুন ।" পাশাপাশি স্থানীয়দের বেশিরভাগ সময় বাড়ির মধ্যে থাকার জন্য অনুরোধ করেন তিনি । ভিড় এড়িয়ে চলার পরামর্শও দেন ।
এছাড়া নিজের ইনস্টাগ্রামেও একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । যেখানে তাঁর লোকসভা কেন্দ্র যাদবপুরের ছবি তুলে ধরা হয়েছে । সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাতেও মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দেন তিনি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "আমরা যদি নিজেদের খেয়াল রাখি ও রাজ্য সরকারের তরফে দেওয়া নির্দেশ মেনে চলি তাহলে COVID-19 এর মতো ভাইরাস আমাদের স্পর্শ করতে পারবে না । চলুন COVID-19 এর বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করি..."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের দিক থেকে 'বাজি' ছাড়াও 'ড্রাকুলা স্যর'-এর মতো ছবি রয়েছে মিমির ঝুলিতে । সেখানে অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে দেখা যাবে তাঁকে । দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ছবি মুক্তির কথা 1 মে । তবে কোরোনা আতঙ্কের জেরে ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে ।