ETV Bharat / sitara

খাবারের উপর ছত্রাক ভরতি ! জনপ্রিয় ফুড চেনের বিরুদ্ধে সরব মিমি

author img

By

Published : Sep 20, 2020, 4:12 PM IST

শুটিং করতে করতে একটু খাবার অর্ডার দেওয়ার ইচ্ছে হয় মিমি চক্রবর্তীর । দিয়েও দেন । ভাবেন স্বাস্থ্যকর খাবার আসবে । তবে তাঁর প্রত্যাশা ধুলোয় মিশিয়ে দিয়ে ছত্রাক ভরতি খাবার এল । সোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব সাংসদ অভিনেত্রী মিমি ।

Mimi chakrabarty against food joint subway
Mimi chakrabarty against food joint subway

কলকাতা : কলকাতা তথা ভারতের জনপ্রিয় ফুড চেন হল 'সাবওয়ে' । পাঁউরুটির মধ্যে বিভিন্ন ধরনের সবজি,মাংস,পনির দিয়ে নিজের পছন্দমতো এক একটা 'সাব' তৈরি করা যায় এখানে । মিমি চক্রবর্তীও সেটি করেন সম্প্রতি । কলকাতার একটি 'সাবওয়ে' আউটলেটে তিনি নিজের পছন্দের সাব অর্ডার দেন ।

তবে মিমি কী পান জানেন ? জনপ্রিয় ও বেশ বিলাসবহুল এই ফুড চেন থেকে আসা খাবারে ভরতি ছত্রাক দেখতে পান অভিনেত্রী । আর তা দেখেই চমকে যান মিমি । সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি অভিযোগ জানান 'সাবওয়ে'-র বিরুদ্ধে ।

প্রমাণ স্বরূপ সেই সাবের ছবিও তুলে রেখেছেন মিমি । 'সাবওয়ে ইন্ডিয়াকে' ট্যাগ করে সেই ছবি টুইটারে পোস্ট করেন তিনি । শুধু তাই নয়, KMC-এর খাদ্য বিভাগেও অভিযোগ দায়ের করেছেন সাংসদ ।

সবার উদ্দেশে মিমি লেখেন, "আমি সবার উদ্দেশে বলছি, যাঁরা সাবওয়ে থেকে খাবার অর্ডার করেন, তাঁরা অর্ডার করার আগে দুবার ভাববেন ।" দেখে নিন টুইট...

কলকাতা : কলকাতা তথা ভারতের জনপ্রিয় ফুড চেন হল 'সাবওয়ে' । পাঁউরুটির মধ্যে বিভিন্ন ধরনের সবজি,মাংস,পনির দিয়ে নিজের পছন্দমতো এক একটা 'সাব' তৈরি করা যায় এখানে । মিমি চক্রবর্তীও সেটি করেন সম্প্রতি । কলকাতার একটি 'সাবওয়ে' আউটলেটে তিনি নিজের পছন্দের সাব অর্ডার দেন ।

তবে মিমি কী পান জানেন ? জনপ্রিয় ও বেশ বিলাসবহুল এই ফুড চেন থেকে আসা খাবারে ভরতি ছত্রাক দেখতে পান অভিনেত্রী । আর তা দেখেই চমকে যান মিমি । সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি অভিযোগ জানান 'সাবওয়ে'-র বিরুদ্ধে ।

প্রমাণ স্বরূপ সেই সাবের ছবিও তুলে রেখেছেন মিমি । 'সাবওয়ে ইন্ডিয়াকে' ট্যাগ করে সেই ছবি টুইটারে পোস্ট করেন তিনি । শুধু তাই নয়, KMC-এর খাদ্য বিভাগেও অভিযোগ দায়ের করেছেন সাংসদ ।

সবার উদ্দেশে মিমি লেখেন, "আমি সবার উদ্দেশে বলছি, যাঁরা সাবওয়ে থেকে খাবার অর্ডার করেন, তাঁরা অর্ডার করার আগে দুবার ভাববেন ।" দেখে নিন টুইট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.