ETV Bharat / sitara

কেন চুপ 'মিসেস জোনাস' ? প্রশ্ন তুললেন মিয়া খলিফা - মিয়া খলিফার খবর

কৃষক আন্দোলন নিয়ে কেন চুপ প্রিয়াঙ্কা চোপড়া ? প্রশ্ন তুললেন লেবেনিজ় আমেরিকান প্রাক্তন অ্যাডাল্ট স্টার মিয়া খলিফা । চোখে আঙুল দিয়ে মিয়ার ভুলটা ধরিয়ে দিল টুইটার ।

mia khalifa attacks priyanka chopra
mia khalifa attacks priyanka chopra
author img

By

Published : Feb 8, 2021, 7:26 PM IST

মুম্বই : কৃষক আন্দোলনের সমর্থনে যে সমস্ত তারকা সরব হয়েছেন, তাঁদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম । দিলজিৎ দোসাঞ্জের পর প্রিয়াঙ্কাই ইমেজের পরোয়া না করে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন । তবে সেই খবর বোধহয় নেই মিয়া খলিফার কাছে ।

তাই প্রিয়াঙ্কার নিশ্চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন মিয়া । 'মিসেস জোনাস'-এর সামাজিক দায়িত্ব বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি ।

mia khalifa attacks priyanka chopra
মিয়ার টুইট

তবে লাভ হয়নি খুব একটা । বরং মিয়াকেই তাঁর ভুলটা ধরিয়ে দিয়েছেন নেটিজেনরা । তারা বুঝিয়ে দিয়েছেন যে, কোনও ব্যাপারে মন্তব্য় করার আগে ভালো করে রিসার্চ করে নেওয়ার প্রয়োজন ।

দেখে নিন তেমনই কয়েকটি টুইট...

mia khalifa attacks priyanka chopra
সৌজন্যে টুইটার..
mia khalifa attacks priyanka chopra
সৌজন্যে টুইটার..
mia khalifa attacks priyanka chopra
সৌজন্যে টুইটার..

মুম্বই : কৃষক আন্দোলনের সমর্থনে যে সমস্ত তারকা সরব হয়েছেন, তাঁদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম । দিলজিৎ দোসাঞ্জের পর প্রিয়াঙ্কাই ইমেজের পরোয়া না করে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন । তবে সেই খবর বোধহয় নেই মিয়া খলিফার কাছে ।

তাই প্রিয়াঙ্কার নিশ্চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন মিয়া । 'মিসেস জোনাস'-এর সামাজিক দায়িত্ব বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি ।

mia khalifa attacks priyanka chopra
মিয়ার টুইট

তবে লাভ হয়নি খুব একটা । বরং মিয়াকেই তাঁর ভুলটা ধরিয়ে দিয়েছেন নেটিজেনরা । তারা বুঝিয়ে দিয়েছেন যে, কোনও ব্যাপারে মন্তব্য় করার আগে ভালো করে রিসার্চ করে নেওয়ার প্রয়োজন ।

দেখে নিন তেমনই কয়েকটি টুইট...

mia khalifa attacks priyanka chopra
সৌজন্যে টুইটার..
mia khalifa attacks priyanka chopra
সৌজন্যে টুইটার..
mia khalifa attacks priyanka chopra
সৌজন্যে টুইটার..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.