ETV Bharat / sitara

মিডিয়া আমার বক্তব্য় বিকৃত করেছে : সন্দীপ রেড্ডি ভঙ্গা - director

টুইটার ও বিভিন্ন সোশাল মিডিয়ায় ঘৃণ্য বার্তা পাওয়ার একদিন পরই ভঙ্গা মিডিয়াকে 'কবীর সিং'-র পরিচালক সন্দীপ রেড্ডি বলেন, "প্রেস আমার বক্তব্যকে বিকৃত করেছে ।"

সন্দীপ রেড্ডি ভঙ্গা
author img

By

Published : Jul 8, 2019, 1:56 PM IST

মুম্বই : 'কবীর সিং'-র পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার সাক্ষাৎকার কয়েকদিন আগে অনেক বিতর্কের সৃষ্টি করেছিল । ভালোবাসায় শারীরিক নির্যাতনের প্রতি তাঁর মন্তব্যের সমালোচনা করেন ভক্তরা । টুইটার ও বিভিন্ন সোশাল মিডিয়ায় ঘৃণ্য বার্তা পাওয়ার একদিন পরই ভঙ্গা মিডিয়াকে বলেন, "প্রেস আমার বক্তব্যকে বিকৃত করেছে ।"

একটি সর্বভারতীয় সংবাদপত্রকে ভঙ্গা বলেন, "আপনারা আমাকে পুরো ভুল বুঝলেন । এটা আক্রমণ নয় ।"

তিনি আরও বলেন, "আপনি যখন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হন, তখন আপনারা একে অপরের খারাপ দিক নিয়ন্ত্রণ করতে পারেন না । আপনার সবথেকে খারাপ দিকটি দেখানোর স্বাধীনতা আপনার নেই । খারাপ মানে এই নয় যে, ওই দিন মদ খেয়ে এসে মেরেছে ।"

মত প্রকাশের স্বাধীনতার ইশুতে পরিচালক বলেন, "এটি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দম্পতির মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে । এটি একজন মহিলার জন্যও কাজ করে । আবার একজন পুরুষের জন্যও কাজ করে । আমি উভয়পক্ষের জন্যই বলেছি । কিন্তু এটা দুঃখজনক, তারা আমার বক্তব্য়কে বিকৃত করেছে ।"

শারীরিক হিংস্রতাকে যে তুলে ধরা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "আমি এটার সমর্থন করছি না । পৃথিবীতে সবাইকে আমি উত্তর দিতে পারছি না । যখন মানুষ ভালোবাসার মধ্যে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে তখন একে অপরকে নিজেদের খারাপ দিকটা দেখানোর ব্যাপারে লজ্জা পাওয়া উচিত নয় । এটাই ভালোবাসা যখন আপনি তাদের খারাপ দিকটি নিয়ন্ত্রণ করতে পারবেন না ।"

'উরি : দা সার্জিকাল স্ট্রাইক'-র পর 'কবীর সিং' 2019-র দ্বিতীয় সর্বোচ্চ হিট ছবি । সমস্ত বাধা পেরিয়ে 'কবীর সিং' শাহিদের কর্মজীবনেও একটি হিট ছবি ।

মুম্বই : 'কবীর সিং'-র পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার সাক্ষাৎকার কয়েকদিন আগে অনেক বিতর্কের সৃষ্টি করেছিল । ভালোবাসায় শারীরিক নির্যাতনের প্রতি তাঁর মন্তব্যের সমালোচনা করেন ভক্তরা । টুইটার ও বিভিন্ন সোশাল মিডিয়ায় ঘৃণ্য বার্তা পাওয়ার একদিন পরই ভঙ্গা মিডিয়াকে বলেন, "প্রেস আমার বক্তব্যকে বিকৃত করেছে ।"

একটি সর্বভারতীয় সংবাদপত্রকে ভঙ্গা বলেন, "আপনারা আমাকে পুরো ভুল বুঝলেন । এটা আক্রমণ নয় ।"

তিনি আরও বলেন, "আপনি যখন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হন, তখন আপনারা একে অপরের খারাপ দিক নিয়ন্ত্রণ করতে পারেন না । আপনার সবথেকে খারাপ দিকটি দেখানোর স্বাধীনতা আপনার নেই । খারাপ মানে এই নয় যে, ওই দিন মদ খেয়ে এসে মেরেছে ।"

মত প্রকাশের স্বাধীনতার ইশুতে পরিচালক বলেন, "এটি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দম্পতির মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে । এটি একজন মহিলার জন্যও কাজ করে । আবার একজন পুরুষের জন্যও কাজ করে । আমি উভয়পক্ষের জন্যই বলেছি । কিন্তু এটা দুঃখজনক, তারা আমার বক্তব্য়কে বিকৃত করেছে ।"

শারীরিক হিংস্রতাকে যে তুলে ধরা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "আমি এটার সমর্থন করছি না । পৃথিবীতে সবাইকে আমি উত্তর দিতে পারছি না । যখন মানুষ ভালোবাসার মধ্যে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে তখন একে অপরকে নিজেদের খারাপ দিকটা দেখানোর ব্যাপারে লজ্জা পাওয়া উচিত নয় । এটাই ভালোবাসা যখন আপনি তাদের খারাপ দিকটি নিয়ন্ত্রণ করতে পারবেন না ।"

'উরি : দা সার্জিকাল স্ট্রাইক'-র পর 'কবীর সিং' 2019-র দ্বিতীয় সর্বোচ্চ হিট ছবি । সমস্ত বাধা পেরিয়ে 'কবীর সিং' শাহিদের কর্মজীবনেও একটি হিট ছবি ।

Intro:Body:

sandeep reddy


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.