ETV Bharat / sitara

গরীবদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের আবেদন মানুষীর

গরীব পরিবারের মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করার আবেদন জানালেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার ।

Manushi Chhillar: Supply free sanitary pads with ration to poor
Manushi Chhillar: Supply free sanitary pads with ration to poor
author img

By

Published : Apr 24, 2020, 7:10 PM IST

মুম্বই : COVID-19 ক্রাইসিসের মধ্যে স্যানিটারি ন্যাপকিনকে অত্যাবশকীয় পণ্যের মধ্য়ে ফেলা হয়েছে । সরকারের এই সিদ্ধান্তে খুশি মানুষী । তবে গরীব পরিবারের মহিলারা যাতে এই ন্যাপকিন হাতে পান, সেই দিকে নজর দেওয়ার জন্য় সরকারের কাছে আবেদন মানুষীর ।

IANS-কে মানুষী বললেন, "স্যানিটারি ন্যাপকিনকে যে অত্যাবশকীয় পণ্যের মধ্য়ে ফেলা হয়েছে, তাই জন্য ভারত সরকারের কাছে আমি কৃতজ্ঞ । তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা যাতে বিনামূল্যে তা পান, সেই দিকে নজর দিতে হবে । রাজ্য সরকারগুলোর কাছে আমার আবেদন, প্রতিদিনের রেশনের সঙ্গে স্যানিটারি ন্যাপকিনও যেন বিতরণ করা হয় ।"

Manushi Chhillar: Supply free sanitary pads with ration to poor
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

প্রোজেক্ট শক্তি নামে এক সমাজসেবামূলক প্রোগ্রামের সঙ্গে যুক্ত মানুষী । দেশজুড়ে এক বিশাল সংখ্য়ক মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে এই প্রোজেক্ট বায়োডিগ্রেডেবল স্যানিটারি প্যাড তৈরি করে ।

মানুষীর মতে, "এই সময় দাঁড়িয়ে গরীব পরিবারগুলো হয়তো মহিলাদের সুরক্ষার কথা সেভাবে ভাববে না । টাকা দিয়ে তারা প্রাথমিক ভাবে খাবারই কিনতে চাইবে, স্যানিটারি প্যাড নয় । ফলে অনেক মহিলার জীবন সংকটের মুখে পড়বে ।"

তবে সরকার এই ব্য়াপারে সাহায্য করলে সমস্য়ার সমাধান হবে, মতে মানুষীর ।

মুম্বই : COVID-19 ক্রাইসিসের মধ্যে স্যানিটারি ন্যাপকিনকে অত্যাবশকীয় পণ্যের মধ্য়ে ফেলা হয়েছে । সরকারের এই সিদ্ধান্তে খুশি মানুষী । তবে গরীব পরিবারের মহিলারা যাতে এই ন্যাপকিন হাতে পান, সেই দিকে নজর দেওয়ার জন্য় সরকারের কাছে আবেদন মানুষীর ।

IANS-কে মানুষী বললেন, "স্যানিটারি ন্যাপকিনকে যে অত্যাবশকীয় পণ্যের মধ্য়ে ফেলা হয়েছে, তাই জন্য ভারত সরকারের কাছে আমি কৃতজ্ঞ । তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা যাতে বিনামূল্যে তা পান, সেই দিকে নজর দিতে হবে । রাজ্য সরকারগুলোর কাছে আমার আবেদন, প্রতিদিনের রেশনের সঙ্গে স্যানিটারি ন্যাপকিনও যেন বিতরণ করা হয় ।"

Manushi Chhillar: Supply free sanitary pads with ration to poor
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

প্রোজেক্ট শক্তি নামে এক সমাজসেবামূলক প্রোগ্রামের সঙ্গে যুক্ত মানুষী । দেশজুড়ে এক বিশাল সংখ্য়ক মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে এই প্রোজেক্ট বায়োডিগ্রেডেবল স্যানিটারি প্যাড তৈরি করে ।

মানুষীর মতে, "এই সময় দাঁড়িয়ে গরীব পরিবারগুলো হয়তো মহিলাদের সুরক্ষার কথা সেভাবে ভাববে না । টাকা দিয়ে তারা প্রাথমিক ভাবে খাবারই কিনতে চাইবে, স্যানিটারি প্যাড নয় । ফলে অনেক মহিলার জীবন সংকটের মুখে পড়বে ।"

তবে সরকার এই ব্য়াপারে সাহায্য করলে সমস্য়ার সমাধান হবে, মতে মানুষীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.