ETV Bharat / sitara

কৃতজ্ঞতা.. - শাহরুখ খানের খবর

শাহরুখ খানকে ধন্যবাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির । কারণ, শাহরুখ খানের অনুদান শুধুমাত্র তাঁর নিজের রাজ্য়েই নয়, পশ্চিমবঙ্গের কথা ভেবেও ।

mamata banerjee thanks Shah Rukh Khan
mamata banerjee thanks Shah Rukh Khan
author img

By

Published : Apr 4, 2020, 4:27 PM IST

কলকাতা : দেশজুড়ে একাধিক NGO ও সরকারি তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখ খান । একেবারে চুপ করিয়ে দিয়েছেন নিন্দুকদের । তাঁর অনুদান শুধুমাত্র নিজের বর্তমান রাজ্য মহারাষ্ট্র বা নিজের জন্মস্থান দিল্লিতেই নয়, পশ্চিমবঙ্গের কথা ভেবেও । অভিনেতার এই উদারতা দেখে মুগ্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

টুইটারে মমতা জানিয়েছেন তাঁর কৃতজ্ঞতার কথা । তিনি লিখেছেন, "ধন্যবাদ শাহরুখ খান । এরকম চ্যালেঞ্জিং সময়ে দাঁড়িয়ে আপনার অনুদান অনেক অসহায় মানুষের কাজে আসবে । আপনার এই মানবিকতা এই দেশের লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করবে, যারা আপনাকে রোল মডেল মনে করেন, শ্রদ্ধা করেন ও পুজো করেন ।"

  • Thank you @iamsrk, your contribution will help assist a lot of distressed people during these challenging times. Such humane benefaction will keep inspiring millions in this country who look up to you as their role model with respect and reverence. https://t.co/pj5bg77XUl

    — Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শাহরুখের অনুদানের লম্বা তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও । তাঁর প্রতিষ্ঠিত NGO মীর ফাউন্ডেশন 50 হাজার PPE কিট, অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কিট দান করবে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে ।

কলকাতা : দেশজুড়ে একাধিক NGO ও সরকারি তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখ খান । একেবারে চুপ করিয়ে দিয়েছেন নিন্দুকদের । তাঁর অনুদান শুধুমাত্র নিজের বর্তমান রাজ্য মহারাষ্ট্র বা নিজের জন্মস্থান দিল্লিতেই নয়, পশ্চিমবঙ্গের কথা ভেবেও । অভিনেতার এই উদারতা দেখে মুগ্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

টুইটারে মমতা জানিয়েছেন তাঁর কৃতজ্ঞতার কথা । তিনি লিখেছেন, "ধন্যবাদ শাহরুখ খান । এরকম চ্যালেঞ্জিং সময়ে দাঁড়িয়ে আপনার অনুদান অনেক অসহায় মানুষের কাজে আসবে । আপনার এই মানবিকতা এই দেশের লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করবে, যারা আপনাকে রোল মডেল মনে করেন, শ্রদ্ধা করেন ও পুজো করেন ।"

  • Thank you @iamsrk, your contribution will help assist a lot of distressed people during these challenging times. Such humane benefaction will keep inspiring millions in this country who look up to you as their role model with respect and reverence. https://t.co/pj5bg77XUl

    — Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শাহরুখের অনুদানের লম্বা তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও । তাঁর প্রতিষ্ঠিত NGO মীর ফাউন্ডেশন 50 হাজার PPE কিট, অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কিট দান করবে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.