মুম্বই : বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কোনও ভয় না পেয়ে মেয়েদের পড়াশোনার অধিকারের কথা বলেছিলেন মালালা ইউসুফজ়াই । তাঁর সেই লড়াই আজও চলছে । এই নির্ভীকতার জন্য নোবেল শান্তি পুরস্কারও দেওয়া হয় তাঁকে । আর এবার তাঁর জীবনী আসতে চলেছে সিলভার স্ক্রিনে । 2020 সালের 31 জানুয়ারি মুক্তি পাবে মালালার বায়োপিক ।
ছবির নাম 'গুল মাকাই'। পরিচালনায় আমজ়াদ খান । প্রযোজনা করেছেন সঞ্জয় সিনহা । স্ক্রিনে মালালার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রীম শেখকে । টেলিভিশনের জগতে বেশ পরিচিত মুখ রীম । ‘দিয়া অউর বাতি হাম’ ও ‘তু আশিকি’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন । এমনকী, ‘ওয়াজ়ির’ ছবিতেও অভিনয় করেছিলেন ।
এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিতে রয়েছেন দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠী, অতুল কুলকার্নি ও মুকেশ ঋষি ।
তালিবানদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে গলা চড়ানোর সাহস দেখিয়েছিল মালালা । কিন্তু, শিক্ষার অধিকার চাওয়ার জন্য তাঁকে বুলেট খেতে হয়েছিল । তাঁকে লক্ষ্য করে তিনটি বুলেট ছোড়ে জঙ্গিরা । একটি বুলেট কপালের বাঁদিক থেকে ঢুকে কাঁধ পর্যন্ত পৌঁছে যায় । বেশ কিছুদিন তাঁর কোনও জ্ঞান ছিল না । তবে জ্ঞান আসার পরও ভয়ে বাড়িতে সেঁধিয়ে যাননি । চালিয়ে গেছেন লড়াই । সবচেয়ে কম বয়সের নোবেল শান্তি পুরস্কার পান তিনি ।
সেই কাহিনিই তুলে ধরা হয়েছে এই ছবিতে । বেশ অনেক দিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । কিন্তু, ছবিটি কবে মুক্তি পাবে তখন সে বিষয়ে কিছু বলা হয়নি ।
অবশেষে ছবি মুক্তির দিন ঘোষণা করা হল । আগামী বছরেই মুক্তি পাবে 'গুল মাকাই'।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">