মুম্বই : মহেশ ভাটকে নিজের "মেন্টর" বলে পরিচয় দেন রিয়া চক্রবর্তী । কয়েক বছর আগে মহেশের সঙ্গে রিয়ার বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । এবার শোনা যাচ্ছে যে, রিয়ার সঙ্গে সুশান্তের দূরত্ব তৈরিতেও হাত ছিল মহেশ ভাটের ।
মহেশ ভাটের অ্যাসোসিয়েট সুহৃতা সেনগুপ্ত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান যে, 'সড়ক 2' ছবির জন্য ভাট সাহেবের সঙ্গে দেখা করতে আসেন সুশান্ত । সেই সাক্ষাৎকারে সুশান্ত নাকি খুব কথা বলেছিলেন, কোয়ান্টাম ফিজিক্স হোক বা সিনেমা সবকিছু নিয়েই কথা বলে গেছিলেন অভিনেতা । সাক্ষাৎকারের পর মহেশ ভাট নাকি বলেন যে, সুশান্ত খুব তাড়াতাড়ি পরভিন ববির মতো হয়ে যাবে ।
সুহৃতা এমনও বলেন যে, মহেশই রিয়াকে সুশান্তের থেকে সরে আসার পরামর্শ দেন । পরিচালক অভিনেত্রীকে বলেন, "সুশান্তের সঙ্গে থাকলে তুমিও অবসাদগ্রস্ত হয়ে পরবে" । সেই কথা শুনেই কি তাহলে সুশান্তের থেকে দূরে সরে এসেছিলেন রিয়া ? না, সেই জবাব দেননি অভিনেত্রী ।
আত্মহত্যার আগের দিন রাতে রিয়াকে ফোন করেছিলেন সুশান্ত । সেই ফোন তোলেননি অভিনেত্রী । তুললে কি পরিস্থিতি অন্যরকম হত ? সেই উত্তর আর পাওয়া যাবে না ।