ETV Bharat / sitara

রূপান্তরকামী সম্প্রদায়ের কথা ভেবেই আসছে 'লক্ষ্মী বম্ব'

author img

By

Published : Oct 18, 2020, 10:02 AM IST

তামিল হরর ফিল্ম 'কাঞ্চনা'-র রিমেক অক্ষয় কুমারের 'লক্ষ্মী বম্ব' । মজার মোড়কে ভূতের গল্প বলা হয়েছে সিনেমাটিতে । অক্ষয়কে একাধারে ছেলে ও মেয়ের বেশেও দেখা গেছে । পরিচালক বললেন, রূপান্তরকামী সম্প্রদায়ের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই ফিল্ম ।

akshay kumar in laxmmi bomb
akshay kumar in laxmmi bomb

মুম্বই : ফের মজার ছবি উপহার দিতে চলেছেন অক্ষয় কুমার । তবে 'লক্ষ্মী বম্ব' দেখার একটি উপরি পাওনা রয়েছে । অক্ষয়কে মেয়ের বেশে দেখা যাবে ছবিতে । পরিচালক রাঘব লরেন্স বললেন, রূপান্তরকামী সম্প্রদায়ের কথা ভেবেই তৈরি হয়েছে এই ফিল্ম ।

IANS-কে লরেন্স বলেন, "আমি একটি ট্রাস্ট চালাই । আর সেখানে বেশ কয়েকজন রূপান্তরকামী সাহায্যের জন্য এসেছিলেন । ওঁদের কথা শুনে আমার মনে হয়েছিল যে, সবাইকে ওঁদের কথাগুলো বলা উচিত । প্রথমে কাঞ্চনার মাধ্যমে বলেছি, আর এখন লক্ষ্মীর মধ্যে দিয়ে বলব ।"

অক্ষয়ের সঙ্গে ছবিটিতে দেখা যাবে কিয়ারা আদবানী, আয়েশা রাজ়া মিশ্র, তুষার কাপুর ও শরদ কেলকরকে ।

তামিল ভাষায় তৈরি 'কাঞ্চনা' ছবিটির পরিচালকও ছিলেন লরেন্স । তিনি বললেন, "কাঞ্চনা যখন মুক্তি পেয়েছিল রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষ খুব খুশি হয়েছিলেন ছবিটি দেখে । ওঁরা আমার বাড়ি এসে আমায় আশীর্বাদ করে গেছেন ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এবার অক্ষয়কে লক্ষ্মীর চরিত্রে দেখা যাবে । আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে রূপান্তরকামী সম্প্রদায়ের কথা, আশাবাদী পরিচালক । ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে 'লক্ষ্মী বম্ব' ।

মুম্বই : ফের মজার ছবি উপহার দিতে চলেছেন অক্ষয় কুমার । তবে 'লক্ষ্মী বম্ব' দেখার একটি উপরি পাওনা রয়েছে । অক্ষয়কে মেয়ের বেশে দেখা যাবে ছবিতে । পরিচালক রাঘব লরেন্স বললেন, রূপান্তরকামী সম্প্রদায়ের কথা ভেবেই তৈরি হয়েছে এই ফিল্ম ।

IANS-কে লরেন্স বলেন, "আমি একটি ট্রাস্ট চালাই । আর সেখানে বেশ কয়েকজন রূপান্তরকামী সাহায্যের জন্য এসেছিলেন । ওঁদের কথা শুনে আমার মনে হয়েছিল যে, সবাইকে ওঁদের কথাগুলো বলা উচিত । প্রথমে কাঞ্চনার মাধ্যমে বলেছি, আর এখন লক্ষ্মীর মধ্যে দিয়ে বলব ।"

অক্ষয়ের সঙ্গে ছবিটিতে দেখা যাবে কিয়ারা আদবানী, আয়েশা রাজ়া মিশ্র, তুষার কাপুর ও শরদ কেলকরকে ।

তামিল ভাষায় তৈরি 'কাঞ্চনা' ছবিটির পরিচালকও ছিলেন লরেন্স । তিনি বললেন, "কাঞ্চনা যখন মুক্তি পেয়েছিল রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষ খুব খুশি হয়েছিলেন ছবিটি দেখে । ওঁরা আমার বাড়ি এসে আমায় আশীর্বাদ করে গেছেন ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এবার অক্ষয়কে লক্ষ্মীর চরিত্রে দেখা যাবে । আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে রূপান্তরকামী সম্প্রদায়ের কথা, আশাবাদী পরিচালক । ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে 'লক্ষ্মী বম্ব' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.