মুম্বই : 'ছপক' দীপিকার জীবনে এক মাইলস্টোন ছবি। বিভিন্ন সময় তাঁর জীবনে এই ছবির গুরুত্ব প্রকাশ করেছেন অভিনেত্রী। 'ছপক'-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে তো তিনি কেঁদেও ফেলেছিলেন আবেগের বশে। কিন্তু, সাম্প্রতিক এক রিপোর্টকে বিশ্বাস করলে এই ছবির অনুপ্রেরণা লক্ষ্মীকে মাত্র 13 লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। আর দীপিকা নিজেও এই ছবির অন্যতম প্রযোজক।
শোনা যাচ্ছে লক্ষ্মী ও 'ছপক'-এর প্রযোজক সংস্থার মধ্যে টাকার অঙ্ক নিয়ে একটা টানাপোড়েন চলছে। সূত্রের দাবী, "লক্ষ্মীকে মাত্র 13 লক্ষ টাকা দেওয়া হয়েছে আর ও খুশি মনেই সই করে দিয়েছে। কিন্তু, ওঁকে এখন অনেক লোক পরামর্শ দিচ্ছে, বেশি টাকার দাবী জানাতে বলছে। এবং ওঁর যেটা প্রাপ্য সেটা পাওয়া উচিত।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মাত্র 15 বছর বয়সে অ্যাসিড অ্যাটাকের শিকার হন লক্ষ্মী। একটা বিরাট শক ছিল তাঁর জন্য এটি, জীবন পালটে দেওয়ার মতো শক। কিন্তু, লক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে অ্যাসিড অ্যাটাকের মতো জঘন্য অপরাধের বিরোধীতা করেছেন। অ্যান্টি অ্যাসিড অ্যাটাক ক্যাম্পেনে সক্রিয় ভাবে যোগদান করেছেন। তাঁর মতো অনেক মানুষের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
যেহেতু দীপিকা নিজে এই ছবির একজন প্রযোজক, তাই আশা করা হচ্ছে লক্ষ্মী তাঁর ন্যায্য টাকা পেয়ে যাবেন। তবে ETV ভারত সিতারা এই খবরের সত্যতা বিচার করেনি।