মুম্বই, 29 মার্চ : শুধু হিন্দি অথবা বাংলা ভাষা নয়, তামিল থেকে তেলুগু হোক বা ওড়িয়া থেকে অসমিয়া অথবা উর্দু থেকে ইংরাজি সব ভাষার গানেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছেন লতা মঙ্গেশকর ৷ এমনকি ভারতরত্ন ,পদ্মভূষণ ও পদ্মবিভূষণ মতো একাধিক সম্মানে ভূষিত হয়েছেন ৷ তাঁর এভারগ্রিন গান ও সেই গানের সাফল্য হৃদয় জয় করে নিয়েছে সমগ্র বিশ্ববাসীর ৷
স্মৃতির স্রোতেই ভেসে গিয়ে আজ লতা মঙ্গেশকরের এই পোস্ট ৷ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি তাঁর 9 বছর বয়সি একটি ছবি ৷ যা তখন ব্যবহৃত হয়েছিল ওঁর গানের অনুষ্ঠানটির প্রচারে ৷ আজ দিন পরিবর্তন হয়েছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে একের এক সফলতা তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ গায়িক-গায়িকাদের তালিকায় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
লতা মঙ্গেশকর লিখেছেন, 'আজ আমার এক পরিচিত উপেন্দ্র ছিঁছোরে দার ফোন এসেছিল, উনি আমায় বলেন আমার প্রথম ক্লাসিক্যাল গানটি আমি আমার বাবার সঙ্গে গেয়েছিলাম 9 সেপ্টেম্বর 1938 সালে সোলাপুরে ৷ এই ছবিটি সেই সময় তোলা হয়েছিল গানের অনুষ্ঠানটির প্রচারের উদ্দেশ্যে ৷ বিশ্বাস হয় না 83 বছর পার হয়ে গেছে ৷ '