ETV Bharat / sitara

"অমিতাভ বচ্চন কোরোনায় আক্রান্ত এটা ভাবাই যায় না", বললেন লতা

অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের সদস্যরা যে কোরোনায় আক্রান্ত হবেন সেটা কখনওই ভাবতে পারেননি লতা মঙ্গেশকর । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি ।

author img

By

Published : Jul 20, 2020, 10:14 AM IST

োে্
োে্

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । কোরোনায় আক্রান্ত হওয়ার কথা অবশ্য নিজেই টুইট করে জানিয়েছিলেন বিগ বি । এদিকে অমিতাভ যে কোরোনায় আক্রান্ত হবেন এটা ভাবতেই পারেননি লতা মঙ্গেশকর ।

11 জুলাই টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । এখন তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লতা বলেন, "এটা মুখে চড় মারার মতো । অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার যে কোরোনায় আক্রান্ত হবেন এটা বিশ্বাসই হয় না । ভাইরাস কাউকে ছাড়ছে না । আমাদের বোঝা উচিত যে এই ভাইরাস এখানেই থাকবে । এক সময়ের জন্যও এটা কোথাও যাবে না ।"

এদিকে 12 জুলাই দুপুরের দিকে সামনে আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । জানা যায় যে কোরোনায় আক্রান্ত তাঁরাও । তখন তাঁদের ভরতি করা না হলেও পরে অবশ্য হাসপাতালে ভরতি করতে হয় তাঁদের । এখনও সেখানেই চিকিৎসাধীন তাঁরা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন অনেকটাই ভালো আছেন মা ও মেয়ে ।

এরপর আরাধ্যা প্রসঙ্গে লতা বলেন, "আরাধ্যা খুবই ছোটো । সে নাই ভুগতে পারত । আমি বচ্চন পরিবারের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি । আরাধ্যার জন্য বেশি করে প্রার্থনা করছি । আমি জানি তাঁরা সবাই খুব তাড়তাড়ি সুস্থ হয়ে উঠবেন ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে বাড়িতেই রয়েছেন এই বর্ষীয়ান গায়িকা । তাঁর দেখভালের জন্য নার্সও রাখা হয়েছে বাড়িতে । এ প্রসঙ্গে লতা বলেন, "এখন আমি কারও সঙ্গে দেখা করছি না । দেখাশোনার জন্য বাড়িতে দু'জন নার্সকে রাখা হয়েছে । চিকিৎসকের পরামর্শ মতোই সব কিছু করছি । প্রার্থনা ও মেডিটেশন করে, টিভি দেখে, বই পড়ে ও ঘুমিয়ে সময় কাটাচ্ছি । নিজের সঙ্গে কাটানোর মতো অনেকটা সময় পাওয়া যাচ্ছে ।"

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । কোরোনায় আক্রান্ত হওয়ার কথা অবশ্য নিজেই টুইট করে জানিয়েছিলেন বিগ বি । এদিকে অমিতাভ যে কোরোনায় আক্রান্ত হবেন এটা ভাবতেই পারেননি লতা মঙ্গেশকর ।

11 জুলাই টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । এখন তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লতা বলেন, "এটা মুখে চড় মারার মতো । অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার যে কোরোনায় আক্রান্ত হবেন এটা বিশ্বাসই হয় না । ভাইরাস কাউকে ছাড়ছে না । আমাদের বোঝা উচিত যে এই ভাইরাস এখানেই থাকবে । এক সময়ের জন্যও এটা কোথাও যাবে না ।"

এদিকে 12 জুলাই দুপুরের দিকে সামনে আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । জানা যায় যে কোরোনায় আক্রান্ত তাঁরাও । তখন তাঁদের ভরতি করা না হলেও পরে অবশ্য হাসপাতালে ভরতি করতে হয় তাঁদের । এখনও সেখানেই চিকিৎসাধীন তাঁরা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন অনেকটাই ভালো আছেন মা ও মেয়ে ।

এরপর আরাধ্যা প্রসঙ্গে লতা বলেন, "আরাধ্যা খুবই ছোটো । সে নাই ভুগতে পারত । আমি বচ্চন পরিবারের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি । আরাধ্যার জন্য বেশি করে প্রার্থনা করছি । আমি জানি তাঁরা সবাই খুব তাড়তাড়ি সুস্থ হয়ে উঠবেন ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে বাড়িতেই রয়েছেন এই বর্ষীয়ান গায়িকা । তাঁর দেখভালের জন্য নার্সও রাখা হয়েছে বাড়িতে । এ প্রসঙ্গে লতা বলেন, "এখন আমি কারও সঙ্গে দেখা করছি না । দেখাশোনার জন্য বাড়িতে দু'জন নার্সকে রাখা হয়েছে । চিকিৎসকের পরামর্শ মতোই সব কিছু করছি । প্রার্থনা ও মেডিটেশন করে, টিভি দেখে, বই পড়ে ও ঘুমিয়ে সময় কাটাচ্ছি । নিজের সঙ্গে কাটানোর মতো অনেকটা সময় পাওয়া যাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.