মুম্বই : কয়েকদিন ধরেই অসুস্থ লতা মঙ্গেশকর । রবিবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । এখনও হাসপাতালে রয়েছেন তিনি । তবে শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো ও স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা ।
ফুসফুসের সংক্রমণ নিয়ে রবিবার গভীর রাতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয় লতা মঙ্গেশকরকে । সেখানে ডাঃ ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে । কিন্তু, কয়েকটি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । তারপর অবশ্য জানা যায় যে হাসপাতালেই রয়েছেন গায়িকা ।
গতকাল পরিবারের তরফে তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয় । বলা হয়, "এতটা মনের জোর নিয়ে লড়াই করেছেন, যার কারণে ধীরে ধীরে সব বাধা কাটিয়ে উঠছেন তিনি । উনি একজন ফাইটার । লতাজি ছাড়া পেয়ে বাড়ি ফিরলে আমরা জানাব ।"
এরপর আজ ফের পরিবারের তরফে তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয় । বলা হয়, "লতাদি এখন স্থিতিশীল । আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন । আপনাদের প্রার্থনার জন্য ধন্যবাদ । তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছি আমরা । যাতে খুব তাড়াতাড়ি তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি । আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ।"