ETV Bharat / sitara

"আমায় প্রতিদিন খুন করে", গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কলম ধরলেন কৃতি

author img

By

Published : Apr 28, 2020, 5:52 PM IST

ক্লাস ইলেভেনে পড়ার সময় গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কবিতা লিখেছিলেন কৃতি স্যানন । তবে সেই কবিতা আজও প্রাসঙ্গিক, দুঃখের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী ।

kriti sanon against domestic violence
kriti sanon against domestic violence

মুম্বই : ক্লাস ইলেভেন গার্হস্থ্য হিংসা নিয়ে লেখা একটি কবিতা আজও প্রাসঙ্গিক । কারণ, তখনও বিষয়টা বাস্তব ছিল আর আজও আছে । চারপাশে অনেককিছু বদলে গেলেও, ডোমেস্টিক ভায়োলেন্সের প্রবণতা একই রয়েছে । ভারাক্রান্ত মন নিয়ে পুরোনো কবিতাটিই তাই শেয়ার করলেন কৃতি স্যানন, গলা তুললেন এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ।

কবিতাটি শেয়ার করে কৃতি লিখেছেন, "রুখে দাঁড়াও আর রিপোর্ট কর, কারণ এটা ঠিক নয় !"

kriti sanon against domestic violence
.

লকডাউনের সময়টাতে গার্হস্থ্য হিংসার ঘটনা যেন আরও বেড়েছে চারিদিকে । একাধিক পরিসংখ্যান বলছে, শুধুমাত্র পাঞ্জাবেই 700 টি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস রেজিস্টার করা রয়েছে । এছাড়া আরও কত কেস অজানা রয়েছে কে জানে ! এইসব দেখে মন ভেঙে যাচ্ছে কৃতির ।

"শুধু তুমিই তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে । নিজের জন্য লড়াই কর ।", নির্যাতিতাদের উদ্দেশে বলেছেন অভিনেত্রী । হেল্পলাইন নম্বরের সন্ধানও দিয়েছেন নিজের পোস্টে ।

দেখে নিন...

মুম্বই : ক্লাস ইলেভেন গার্হস্থ্য হিংসা নিয়ে লেখা একটি কবিতা আজও প্রাসঙ্গিক । কারণ, তখনও বিষয়টা বাস্তব ছিল আর আজও আছে । চারপাশে অনেককিছু বদলে গেলেও, ডোমেস্টিক ভায়োলেন্সের প্রবণতা একই রয়েছে । ভারাক্রান্ত মন নিয়ে পুরোনো কবিতাটিই তাই শেয়ার করলেন কৃতি স্যানন, গলা তুললেন এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ।

কবিতাটি শেয়ার করে কৃতি লিখেছেন, "রুখে দাঁড়াও আর রিপোর্ট কর, কারণ এটা ঠিক নয় !"

kriti sanon against domestic violence
.

লকডাউনের সময়টাতে গার্হস্থ্য হিংসার ঘটনা যেন আরও বেড়েছে চারিদিকে । একাধিক পরিসংখ্যান বলছে, শুধুমাত্র পাঞ্জাবেই 700 টি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস রেজিস্টার করা রয়েছে । এছাড়া আরও কত কেস অজানা রয়েছে কে জানে ! এইসব দেখে মন ভেঙে যাচ্ছে কৃতির ।

"শুধু তুমিই তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে । নিজের জন্য লড়াই কর ।", নির্যাতিতাদের উদ্দেশে বলেছেন অভিনেত্রী । হেল্পলাইন নম্বরের সন্ধানও দিয়েছেন নিজের পোস্টে ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.