ETV Bharat / sitara

'দিল বেচারা' দেখে আবার ভেঙে পড়লেন কৃতি - sushant dil bechara

কৃতি লেখেন, "এটা ঠিক নয় ! এটা আবারও আমার মন ভেঙে দিল...। ম্যানির মাধ্যমে বিভিন্ন মুহূর্তে আমি আবার তোমাকে জীবন্ত হতে দেখলাম । আমি জানি ঠিক কোথায় কোথায় চরিত্রর মধ্যে তুমি নিজের একটা অংশ রেখে গেলে...আর প্রত্যেকবারের মতো তোমার সবচেয়ে ম্যাজিকাল দিকটা ছিল তোমার নিস্তব্ধতা…যেখানে তুমি কিছুই বলনি কিন্তু অনেক কিছু বলে গিয়েছ ।"

sdf
sdf
author img

By

Published : Jul 26, 2020, 4:41 PM IST

মুম্বই : 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে 'দিল বেচারা'। ইতিমধ্যেই একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি । মুক্তির সঙ্গে সঙ্গেই ছবিটি দেখে ফেলেছেন অনেকেই । বাদ যাননি কৃতি শ্যাননও । আর ছবি দেখার পর সোশাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী ।

'দিল বেচারা'-র ট্রেলার মুক্তির দিনই কৃতী লেখেন, "ছবিটা দেখা খুবই কঠিন...কিন্তু কীভাবে না দেখে থাকব ?" ছবিটা দেখতে গিয়ে যে তাঁর খুবই কষ্ট হবে তা সেইদিনই জানিয়ে দিয়েছিলেন তিনি । কিন্তু, তাও সুশান্তের শেষ ছবি দেখার ইচ্ছে থেকে নিজেকে আটকাতে পারেননি । ছবিটি দেখার পর আবেগঘন পোস্টও করেন তিনি ।

কৃতি লেখেন, "এটা ঠিক নয় ! এটা আবারও আমার মন ভেঙে দিল...। ম্যানির মাধ্যমে বিভিন্ন মুহূর্তে আমি আবার তোমাকে জীবন্ত হতে দেখলাম । আমি জানি ঠিক কোথায় কোথায় চরিত্রর মধ্যে তুমি নিজের একটা অংশ রেখে গেলে...আর প্রত্যেকবারের মতো তোমার সবচেয়ে ম্যাজিকাল দিকটা ছিল তোমার নিস্তব্ধতা…যেখানে তুমি কিছুই বলনি কিন্তু অনেক কিছু বলে গিয়েছ ।"

2014 সালের হলিউড ফিল্ম 'দা ফল্ট ইন আওয়ার স্টার্স'-এর হিন্দি রিমেক 'দিল বেচারা'। 24 জুলাই ডিজিটালে মুক্তি পেয়েছে মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবি ।

এছাড়া এই পোস্টে মুকেশ ছাবড়ার উদ্দেশে কৃতি লেখেন, "আমি জানি এই ছবিটা তোমার কাছে অনেক কিছু, আমারা যা ভাবছি তার চেয়েও অনেক বেশি…তোমার প্রথম ছবিতেই আমাদের অনেকরকম ইমোশনের সাক্ষী করে দিলে ! তোমার ও সঞ্জনার আগামীদিনেন যাত্রা সুন্দর হোক !"

এই পোস্ট করার জন্য কৃতিকে ধন্যবাদ জানান মহেশ । তার সঙ্গে কমেন্টে একাধিক হার্ট ইমোজিও দেন তিনি ।

মুম্বই : 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে 'দিল বেচারা'। ইতিমধ্যেই একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি । মুক্তির সঙ্গে সঙ্গেই ছবিটি দেখে ফেলেছেন অনেকেই । বাদ যাননি কৃতি শ্যাননও । আর ছবি দেখার পর সোশাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী ।

'দিল বেচারা'-র ট্রেলার মুক্তির দিনই কৃতী লেখেন, "ছবিটা দেখা খুবই কঠিন...কিন্তু কীভাবে না দেখে থাকব ?" ছবিটা দেখতে গিয়ে যে তাঁর খুবই কষ্ট হবে তা সেইদিনই জানিয়ে দিয়েছিলেন তিনি । কিন্তু, তাও সুশান্তের শেষ ছবি দেখার ইচ্ছে থেকে নিজেকে আটকাতে পারেননি । ছবিটি দেখার পর আবেগঘন পোস্টও করেন তিনি ।

কৃতি লেখেন, "এটা ঠিক নয় ! এটা আবারও আমার মন ভেঙে দিল...। ম্যানির মাধ্যমে বিভিন্ন মুহূর্তে আমি আবার তোমাকে জীবন্ত হতে দেখলাম । আমি জানি ঠিক কোথায় কোথায় চরিত্রর মধ্যে তুমি নিজের একটা অংশ রেখে গেলে...আর প্রত্যেকবারের মতো তোমার সবচেয়ে ম্যাজিকাল দিকটা ছিল তোমার নিস্তব্ধতা…যেখানে তুমি কিছুই বলনি কিন্তু অনেক কিছু বলে গিয়েছ ।"

2014 সালের হলিউড ফিল্ম 'দা ফল্ট ইন আওয়ার স্টার্স'-এর হিন্দি রিমেক 'দিল বেচারা'। 24 জুলাই ডিজিটালে মুক্তি পেয়েছে মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবি ।

এছাড়া এই পোস্টে মুকেশ ছাবড়ার উদ্দেশে কৃতি লেখেন, "আমি জানি এই ছবিটা তোমার কাছে অনেক কিছু, আমারা যা ভাবছি তার চেয়েও অনেক বেশি…তোমার প্রথম ছবিতেই আমাদের অনেকরকম ইমোশনের সাক্ষী করে দিলে ! তোমার ও সঞ্জনার আগামীদিনেন যাত্রা সুন্দর হোক !"

এই পোস্ট করার জন্য কৃতিকে ধন্যবাদ জানান মহেশ । তার সঙ্গে কমেন্টে একাধিক হার্ট ইমোজিও দেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.