ETV Bharat / sitara

প্রিয়াঙ্কার পায়ে চোট! উদ্বেগ প্রকাশ করলেন অনুরাগীরা - নিক জোনাস

সোনালি বসু পরিচালিত 'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবির শুটিং শেষ হল। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেল শুটিং শেষের ব়্যাপ আপ পার্টিতে।

প্রিয়াঙ্কা চোপড়া
author img

By

Published : Jun 12, 2019, 5:41 PM IST

মুম্বই : 'জয় গঙ্গাজল'-এর পর আবার বলিউড ফিরছেন প্রিয়াঙ্কা। সৌজন্যে সোনালি বসু পরিচালিত ছবি 'দা স্কাই ইজ় পিঙ্ক'। এই খবর পুরোনো। তবে এই ছবির ব়্যাপ আপ পার্টিতে প্রিয়াঙ্কাকে দেখা গেল পায়ে বেল্ট বাঁধা অবস্থায়।

এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রিয়াঙ্কার ফ্য়ানেরা উদ্বেগ প্রকাশ করা শুরু করেন। কেউ প্রশ্ন করেন, "ওঁর পায়ে কী হয়েছে?" তো কেউ আবার প্রশ্ন করেন, "পায়ে বেল্ট পরেছ কেন?"

একটি সাদা নি-লেন্থ ড্রেসে এমনিতে খুবই জমকালো লাগছিল প্রিয়াঙ্কাকে। তবে বারবার যেন দৃষ্টি চলে যাচ্ছিল তাঁর হাঁটুর দিকে।

এই বছরে অক্টোবর মাসে মুক্তি পাবে 'দা স্কাই ইজ় পিঙ্ক'।

মুম্বই : 'জয় গঙ্গাজল'-এর পর আবার বলিউড ফিরছেন প্রিয়াঙ্কা। সৌজন্যে সোনালি বসু পরিচালিত ছবি 'দা স্কাই ইজ় পিঙ্ক'। এই খবর পুরোনো। তবে এই ছবির ব়্যাপ আপ পার্টিতে প্রিয়াঙ্কাকে দেখা গেল পায়ে বেল্ট বাঁধা অবস্থায়।

এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রিয়াঙ্কার ফ্য়ানেরা উদ্বেগ প্রকাশ করা শুরু করেন। কেউ প্রশ্ন করেন, "ওঁর পায়ে কী হয়েছে?" তো কেউ আবার প্রশ্ন করেন, "পায়ে বেল্ট পরেছ কেন?"

একটি সাদা নি-লেন্থ ড্রেসে এমনিতে খুবই জমকালো লাগছিল প্রিয়াঙ্কাকে। তবে বারবার যেন দৃষ্টি চলে যাচ্ছিল তাঁর হাঁটুর দিকে।

এই বছরে অক্টোবর মাসে মুক্তি পাবে 'দা স্কাই ইজ় পিঙ্ক'।

Intro:Body:

প্রিয়াঙ্কার পায়ে চোট! উদ্বেগ প্রকাশ করলেন অনুরাগীরা



সোনালি বসু পরিচালিত 'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবির শুটিং শেষ হল। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেল শুটিং শেষের পার্টিতে।



মুম্বই : 'জয় গঙ্গাজল'-এর পর আবার বলিউড ফিরছেন প্রিয়াঙ্কা। সৌজন্যে সোনালি বসু পরিচালিত ছবি 'দা স্কাই ইজ় পিঙ্ক'। এই খবর পুরোনো। তবে এই ছবির ব়্যাপ আপ পার্টিতে প্রিয়াঙ্কাকে দেখা গেল পায়ে বেল্ট বাঁধা অবস্থায়।



এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রিয়াঙ্কার ফ্য়ানেরা উদ্বেগ প্রকাশ করা শুরু করেন। কেউ প্রশ্ন করেন, "ওঁর পায়ে কী হয়েছে?" তো কেউ আবার প্রশ্ন করেন, "পায়ে বেল্ট পরেছ কেন?"



একটি সাদা নি-লেন্থ ড্রেসে এমনিতে খুবই জমকালো লাগছিল প্রিয়াঙ্কাকে। তবে বারবার যেন দৃষ্টি চলে যাচ্ছিল তাঁর হাঁটুর দিকে।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.