মুম্বই : করণ জোহরের নতুন ওয়েব শো 'ফ্যাবিউলস লাইভস অফ বলিউড ওয়াইভস' । রিয়েলিটি ভিত্তিক এই সিরিজ় আজই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে । তার আগে বলিউড ওয়াইভস-দের সঙ্গে সেলফি পোস্ট করলেন প্রযোজক-পরিচালক ।
সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মহিপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে এবং সমীর সোনির স্ত্রী নীলম কোঠারি..এই চার বলিউড ওয়াইফ অর্থাৎ স্ত্রীয়ের বিলাসবহুল জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজ়ে । বাইরে থেকে দেখে দারুণ মনে হলেও, আদপে তারা কেমন জীবনযাপন করেন ? না কল্পনা নয়, এটা অনেকটা তথ্যচিত্রের মতো করে তৈরি করা একটি প্রজেক্ট ।
আজই মুক্তি পেয়েছে 'ফ্যাবিউলস লাইভস অফ বলিউড ওয়াইভস' । তার আগে এই চার অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি পোস্ট করলেন করণ ।
ক্যাপশনে তিনি লিখেছেন, "এই চারজনকে নেটফ্লিক্সের একটি শোয়ে দেখা যাবে বলে আপনারা সবাই খুব উচ্ছ্বসিত ও আনন্দিত । আমাদের ভালোবাসুন, আমাদের ট্রোলও করুন । তবে আমি জানি, আমাদের কখনও অবহেলা করতে পারবেন না ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'ফ্যাবিউলস লাইভস' ফ্র্যাঞ্চাইজ়ির আরও অনেকগুলো ভাগ আসবে বলে জানিয়েছেন করণ । বলিউড ওয়াইভসদের মতো আরও অনেকের জীবন ফুটিয়ে তোলা হবে অন্য ভাগগুলোতে ।