ETV Bharat / sitara

সবাই অ্যাক্টিভিস্ট হতে পারে না, তবে নিজের দায়িত্বটুকু পালন করা যায় : কীর্তি - কৃতি কুলহারির খবর

পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব পালনের আর্জি জানালেন কীর্তি কুলহারি ।

kriti kulhari on nature
kriti kulhari on nature
author img

By

Published : May 26, 2020, 10:45 PM IST

মুম্বই : প্রকৃতি নিজেকেই নিজে সুস্থ করে তুলছে, সারিয়ে তুলছে । কিন্তু, এমনটা তো হওয়ার কথা নয় । আমরা কেন প্রকৃতির আকুতি শুনতে পাইনি এতদিন ধরে ? প্রশ্ন তুলছেন অনেকেই । কীর্তি কুলহারি নিজের মত জানালেন সোশাল মিডিয়ায় ।

কীর্তি একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে তিনি লিখেছেন, "আমি প্রকৃতিকে নিয়ে ভাবি, প্রকৃতির ক্ষতি করে এমন ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি । প্রকৃতিকে আমি সম্মান করি ।"

প্রত্য়েককে অ্যাক্টিভিস্ট না হলেও চলবে, কিন্তু প্রকৃতির প্রতি নিজের দায়িত্বটুকু পালন করার আর্জি অভিনেত্রীর । লিখেছেন, "সবাই অ্যাক্টিভিস্ট হতে পারে না, তবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি । জল বা বিদ্যুৎ বাঁচানো, খাবার নষ্ট না করা, কেমিকাল নয়, ন্যাচরাল প্রোডাক্ট ব্যবহার করা, প্রাকৃতিকভাবে সবজি ফলানো, এটুকু তো করতেই পারি ।"

একটা সুস্থ প্রকৃতির জন্য সবাইকে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন কীর্তি । দেখে নিন পোস্ট...

মুম্বই : প্রকৃতি নিজেকেই নিজে সুস্থ করে তুলছে, সারিয়ে তুলছে । কিন্তু, এমনটা তো হওয়ার কথা নয় । আমরা কেন প্রকৃতির আকুতি শুনতে পাইনি এতদিন ধরে ? প্রশ্ন তুলছেন অনেকেই । কীর্তি কুলহারি নিজের মত জানালেন সোশাল মিডিয়ায় ।

কীর্তি একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে তিনি লিখেছেন, "আমি প্রকৃতিকে নিয়ে ভাবি, প্রকৃতির ক্ষতি করে এমন ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি । প্রকৃতিকে আমি সম্মান করি ।"

প্রত্য়েককে অ্যাক্টিভিস্ট না হলেও চলবে, কিন্তু প্রকৃতির প্রতি নিজের দায়িত্বটুকু পালন করার আর্জি অভিনেত্রীর । লিখেছেন, "সবাই অ্যাক্টিভিস্ট হতে পারে না, তবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি । জল বা বিদ্যুৎ বাঁচানো, খাবার নষ্ট না করা, কেমিকাল নয়, ন্যাচরাল প্রোডাক্ট ব্যবহার করা, প্রাকৃতিকভাবে সবজি ফলানো, এটুকু তো করতেই পারি ।"

একটা সুস্থ প্রকৃতির জন্য সবাইকে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন কীর্তি । দেখে নিন পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.