মুম্বই : লকডাউনে বাড়িতে থাকতে থাকতে চেহারার রঙই বদলে গেছে কার্তিকের । আরও গ্লো করছেন তিনি । পরিচর্যার ফল আর কি !
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা । উশকো খুশকো চুলে খুব হাসছেন অভিনেতা । ক্যাপশনে লিখেছেন, "কিউট লাগল, পরে ডিলিট করব না.."
এই ছবিতে ফ্যাশন ডিজ়াইনার মনীষ মালহোত্র মন্তব্য করেছেন, "খুব ভালো দেখতে লাগছে । তুমি গ্লো করছ ।"
সেই কমেন্টে পালটা উত্তর দিয়েছেন কার্তিক । লিখেছেন, "দূষণ কম, তাই গ্লো করছি ।"
কার্তিকের পোস্টে জমা পড়েছে অসংখ্য লাল হৃদয় । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাভ আজ কাল' । ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি । তাঁর পরবর্তী কাজ কিয়ারা আদবানীর সঙ্গে, 'ভুল ভুলাইয়া 2' ছবিতে । তবে এখন কোরোনার কারণে বন্ধ সব কাজ । বাড়িতেই আটকে অভিনেতা ।