ETV Bharat / sitara

সন্তানের সঙ্গে বাবা-মায়ের কথোপকথন জরুরি বলে মনে করেন করিশ্মা

author img

By

Published : Mar 10, 2020, 1:48 PM IST

সন্তানের মনের কথা বুঝতে তার সঙ্গে মা-বাবার কথা বলা দরকার । পাশাপাশি সন্তানেরও উচিত বাবা-মায়ের সঙ্গে কথা বলা । একজন মা হিসেবে এটাই মনে করেন করিশ্মা কাপুর ।

ংম
ংম

মুম্বই : অনেক সময় সন্তানের মনের কথা বুঝতে পারেন না মা-বাবা । যার কারণে বিভিন্ন সময় সমস্যায় পড়লেও তা বাবা-মাকে বলে না সন্তানরা । এভাবেই সন্তান ও অভিভাবকদের মধ্যে কোথাও যেন একটা দূরত্ব তৈরি হয়ে যায় । এর জন্য ঘটে যায় একাধিক দুর্ঘটনা । তাই সন্তান ও অভিভাবকের মধ্যে কথোপকথনটা খুবই জরুরি বলে মনে করেন করিশ্মা কাপুর ।

বেশ কয়েক বছর ধরে স্ক্রিনে দেখা যায়নি করিশ্মাকে । সম্প্রতি ডিজিটালে ডেবিউ করেন তিনি । 'মেন্টালহুড' নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন । মুখ্য চরিত্রেই দেখা গেছে তাঁকে । মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক তুলে ধরা হয় সিরিজ়ে । সিরিজ় সম্পর্কে বলতে গিয়েই করিশ্মা বলেন, "সন্তানদের উচিত বাবা-মায়ের সঙ্গে কথা বলা । পাশাপাশি আমাদেরও তাদের সঙ্গে কথা বলা দরকার । কথোপকথনটা খুবই জরুরি ।"

এছাড়া বাইরের খাবারের পরিবর্তে বাচ্চাদের বাড়িতে তৈরি খাবার দেওয়ার পক্ষপাতি করিশ্মা । তিনি বলেন, "ছোটো থেকেই বাচ্চাদের মধ্যে কিছু ধারণা তৈরি করে দেওয়া উচিত । ওই সময় যদি তাদের সব সময় বাইরের খাবার দেওয়া হয় তাহলে সেটাই তাদের অভ্যেসে পরিণত হয়ে যাবে । পরে আর বাড়ির খাবার ভালো লাগবে না । তাই বাড়িতেই তাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করা উচিত । যাতে তাদের বাড়ির খাবারের প্রতি ভালোবাসা তৈরি হয় ।"

11 মার্চ থেকে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'মেন্টালহুড' ওয়েব সিরিজ়টি ।

মুম্বই : অনেক সময় সন্তানের মনের কথা বুঝতে পারেন না মা-বাবা । যার কারণে বিভিন্ন সময় সমস্যায় পড়লেও তা বাবা-মাকে বলে না সন্তানরা । এভাবেই সন্তান ও অভিভাবকদের মধ্যে কোথাও যেন একটা দূরত্ব তৈরি হয়ে যায় । এর জন্য ঘটে যায় একাধিক দুর্ঘটনা । তাই সন্তান ও অভিভাবকের মধ্যে কথোপকথনটা খুবই জরুরি বলে মনে করেন করিশ্মা কাপুর ।

বেশ কয়েক বছর ধরে স্ক্রিনে দেখা যায়নি করিশ্মাকে । সম্প্রতি ডিজিটালে ডেবিউ করেন তিনি । 'মেন্টালহুড' নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন । মুখ্য চরিত্রেই দেখা গেছে তাঁকে । মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক তুলে ধরা হয় সিরিজ়ে । সিরিজ় সম্পর্কে বলতে গিয়েই করিশ্মা বলেন, "সন্তানদের উচিত বাবা-মায়ের সঙ্গে কথা বলা । পাশাপাশি আমাদেরও তাদের সঙ্গে কথা বলা দরকার । কথোপকথনটা খুবই জরুরি ।"

এছাড়া বাইরের খাবারের পরিবর্তে বাচ্চাদের বাড়িতে তৈরি খাবার দেওয়ার পক্ষপাতি করিশ্মা । তিনি বলেন, "ছোটো থেকেই বাচ্চাদের মধ্যে কিছু ধারণা তৈরি করে দেওয়া উচিত । ওই সময় যদি তাদের সব সময় বাইরের খাবার দেওয়া হয় তাহলে সেটাই তাদের অভ্যেসে পরিণত হয়ে যাবে । পরে আর বাড়ির খাবার ভালো লাগবে না । তাই বাড়িতেই তাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করা উচিত । যাতে তাদের বাড়ির খাবারের প্রতি ভালোবাসা তৈরি হয় ।"

11 মার্চ থেকে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'মেন্টালহুড' ওয়েব সিরিজ়টি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.