ETV Bharat / sitara

"আমি সবসময় তোমার পিছনে আছি", বিশেষ মানুষকে বললেন করিনা - করিনা কাপুর খানের খবর

অমৃতা আরোরা, করিনা কাপুর খানের বেস্ট ফ্রেন্ড । পৃথিবী এধার-ওধার হয়ে যেতে পারে, তবে করিনা-অমৃতার বন্ধুত্ব অটুট থাকবে আজীবন । "আম্মু"-র জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন করিনা ।

kareena kapoor khan wished best friend amrita arora
kareena kapoor khan wished best friend amrita arora
author img

By

Published : Jan 31, 2021, 4:19 PM IST

মুম্বই : ইন্ডাস্ট্রিতে বন্ধু হওয়া একটু কঠিন ব্যাপার । প্রতিদ্বন্দ্বিতা ভুলে কেউ সরল ভাবে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না । তবে ব্য়তিক্রম অমৃতা আর করিনার সম্পর্ক ।

দীর্ঘ সময় ধরে তাঁরা একে অপরের বেস্ট ফ্রেন্ড । হয়তো ক্যারিয়ারগ্রাফের দিক থেকে করিনার থেকে অনেকটাই নিচে অমৃতা, তবে তার জন্য তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি কোনওদিন ।

দু'জনের একটি ছবি শেয়ার করেছেন করিনা । সেখানে অমৃতাকে হোঁচট খেতে দেখা যাচ্ছে । তবে করিনা কিন্তু পাপারাৎজ়িদের পোজ় দিতে দিতেও ধরে রেখেছেন বন্ধুকে ।

এই ছবিটাই সবকিছু বলে দেয় । যে কোনও অবস্থাতে অমৃতাকে এভাবেই সামলে রাখবেন করিনা....ক্যাপশনে নিজেই লিখেছেন তিনি । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : ইন্ডাস্ট্রিতে বন্ধু হওয়া একটু কঠিন ব্যাপার । প্রতিদ্বন্দ্বিতা ভুলে কেউ সরল ভাবে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না । তবে ব্য়তিক্রম অমৃতা আর করিনার সম্পর্ক ।

দীর্ঘ সময় ধরে তাঁরা একে অপরের বেস্ট ফ্রেন্ড । হয়তো ক্যারিয়ারগ্রাফের দিক থেকে করিনার থেকে অনেকটাই নিচে অমৃতা, তবে তার জন্য তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি কোনওদিন ।

দু'জনের একটি ছবি শেয়ার করেছেন করিনা । সেখানে অমৃতাকে হোঁচট খেতে দেখা যাচ্ছে । তবে করিনা কিন্তু পাপারাৎজ়িদের পোজ় দিতে দিতেও ধরে রেখেছেন বন্ধুকে ।

এই ছবিটাই সবকিছু বলে দেয় । যে কোনও অবস্থাতে অমৃতাকে এভাবেই সামলে রাখবেন করিনা....ক্যাপশনে নিজেই লিখেছেন তিনি । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.