ETV Bharat / sitara

রাহুল গান্ধিকে ডেট করতে চেয়েছিলেন করিনা

হ্যাঁ, ঠিকই পড়েছেন । অনেক বছর আগে এক বিখ্যাত চ্যাট শোয়ে এসে করিনা কাপুর খান বলেছিলেন যে, রাহুল গান্ধিকে ভালোভাবে চিনতে চান তিনি ।

kareena kapoor wanted to dae rahul gandhi
kareena kapoor wanted to dae rahul gandhi
author img

By

Published : Jan 28, 2021, 10:23 PM IST

মুম্বই : সময়ের প্রবাহে জীবনে আকাশ-পাতাল পরিবর্তন হয়ে যায় । আজকে যেটা সত্যি, সেটাই কাল মিথ্যে হয়ে যাবে । আজকের বলা কথা কালকে হাস্যকর মনে হবে । এটাই জীবন । একটা সময় ছিল যখন করিনা কাপুর ডেট করতে চেয়েছিলেন রাহুল গান্ধিকে ।

এক বিখ্যাত চ্যাট শোয়ে করিনাকে প্রশ্ন করা হয় যে, তিনি কাকে ডেট করতে চান । উত্তরে অভিনেত্রী বলেন, "আমি জানি না এটা বলা উচিত হবে কিনা, তবে আমি রাহুল গান্ধিকে ভালোভাবে চিনতে চাই ।"

অভিনেতাদের পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে আর রাজনীতির পরিবারে বেড়ে ওঠা একটি ছেলের আলোচনা বেশ ইন্টারেস্টিং হতে পারে, মনে হয়েছিল করিনার ।

বিভিন্ন ম্যাগাজ়িনে রাহুলের ছবি দেখে তাঁর ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছিল অভিনেত্রীর । কথাগুলো বেশ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেই বলেন করিনা ।

তবে সেসব এখন অতীত । সইফ আলি খানের সঙ্গে এখন দারুণ সুখী দাম্পত্য করিনার । ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি ।

মুম্বই : সময়ের প্রবাহে জীবনে আকাশ-পাতাল পরিবর্তন হয়ে যায় । আজকে যেটা সত্যি, সেটাই কাল মিথ্যে হয়ে যাবে । আজকের বলা কথা কালকে হাস্যকর মনে হবে । এটাই জীবন । একটা সময় ছিল যখন করিনা কাপুর ডেট করতে চেয়েছিলেন রাহুল গান্ধিকে ।

এক বিখ্যাত চ্যাট শোয়ে করিনাকে প্রশ্ন করা হয় যে, তিনি কাকে ডেট করতে চান । উত্তরে অভিনেত্রী বলেন, "আমি জানি না এটা বলা উচিত হবে কিনা, তবে আমি রাহুল গান্ধিকে ভালোভাবে চিনতে চাই ।"

অভিনেতাদের পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে আর রাজনীতির পরিবারে বেড়ে ওঠা একটি ছেলের আলোচনা বেশ ইন্টারেস্টিং হতে পারে, মনে হয়েছিল করিনার ।

বিভিন্ন ম্যাগাজ়িনে রাহুলের ছবি দেখে তাঁর ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছিল অভিনেত্রীর । কথাগুলো বেশ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেই বলেন করিনা ।

তবে সেসব এখন অতীত । সইফ আলি খানের সঙ্গে এখন দারুণ সুখী দাম্পত্য করিনার । ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.