ETV Bharat / sitara

ইনস্টাগ্রামের নকল জীবন, ফাঁস করে দিলেন করিনা - করিনা কাপুরের খবর

ইনস্টাগ্রামে দেখা জীবন আর বাস্তব জীবনের মধ্যে আকাশ-পাতাল তফাত । জীবনের সবকিছু ইনস্টাগ্রামের মতো পারফেক্ট আর সুন্দর হয় না । মজার ছলে বুঝিয়ে দিলেন করিনা কাপুর খান ।

kareena kapoor instagram vs reality post
kareena kapoor instagram vs reality post
author img

By

Published : Feb 1, 2021, 7:40 PM IST

মুম্বই : ইনস্টাগ্রামের ভার্চুয়াল দুনিয়ায় ব্যস্ত থাকতে থাকতে বাস্তব জীবন, বাস্তব অনুভূতি যেন কোথায় হারিয়ে গেছে । বিশেষ করে অভিনেত্রীদের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে মনে হয় স্বপ্নরাজ্যে বাস করেন তাঁরা । যেন কোথাও কোনও সমস্যা নেই, কোনও কষ্ট নেই । কিন্তু আসলটা কীরকম ? মজার পোস্টে তুলে ধরলেন করিনা কাপুর খান ।

দু'টি ছবি শেয়ার করেছেন করিনা । একটিতে সানগ্লাস পরে পাউট করছেন তিনি । কোথাও কোনও অসুবিধা নেই । আর পরের ছবিতে সানগ্লাস খুলে পড়েছে, বেরিয়ে এসেছে তাঁর ক্লান্ত চোখদুটো ।

অভিনেত্রীর মতে, প্রথম ছবিটা ইনস্টাগ্রামের জীবন আর দ্বিতীয়টা বাস্তব । তবে দুই ছবিতে কাফতান আর পাউটটা কমন । অন্তত করিনার প্রতি ছবিতেই পাউট থাকাটা আবশ্যক । আর প্রেগনেন্ট করিনা এই সময়টা কাফতান পরেই কাটাচ্ছেন ।

মজার ছলে হলেও খুব সত্যি কথা বলেছেন অভিনেত্রী । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : ইনস্টাগ্রামের ভার্চুয়াল দুনিয়ায় ব্যস্ত থাকতে থাকতে বাস্তব জীবন, বাস্তব অনুভূতি যেন কোথায় হারিয়ে গেছে । বিশেষ করে অভিনেত্রীদের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে মনে হয় স্বপ্নরাজ্যে বাস করেন তাঁরা । যেন কোথাও কোনও সমস্যা নেই, কোনও কষ্ট নেই । কিন্তু আসলটা কীরকম ? মজার পোস্টে তুলে ধরলেন করিনা কাপুর খান ।

দু'টি ছবি শেয়ার করেছেন করিনা । একটিতে সানগ্লাস পরে পাউট করছেন তিনি । কোথাও কোনও অসুবিধা নেই । আর পরের ছবিতে সানগ্লাস খুলে পড়েছে, বেরিয়ে এসেছে তাঁর ক্লান্ত চোখদুটো ।

অভিনেত্রীর মতে, প্রথম ছবিটা ইনস্টাগ্রামের জীবন আর দ্বিতীয়টা বাস্তব । তবে দুই ছবিতে কাফতান আর পাউটটা কমন । অন্তত করিনার প্রতি ছবিতেই পাউট থাকাটা আবশ্যক । আর প্রেগনেন্ট করিনা এই সময়টা কাফতান পরেই কাটাচ্ছেন ।

মজার ছলে হলেও খুব সত্যি কথা বলেছেন অভিনেত্রী । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.