মুম্বই : পাপারাৎজ়ি আর সোশাল মিডিয়ার দৌলতে স্টারকিডরা স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত হয় । তার প্রকৃষ্ট উদাহরণ হল তইমুর আলি খান । প্রথম ছেলের ক্ষেত্রে সইফ আর করিনার যে অভিজ্ঞতা হয়েছে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে শুরু থেকেই সেই ব্যাপারে নজর রেখেছেন দম্পতি । তাই এখনও নবজাতকের কোনও ছবি প্রকাশ্যে আসেনি ।
তবে তাকে দেখতে কেমন ? এটা জানার জন্য মুখিয়ে রয়েছে সবাই । চোখের দেখা না হলেও কানে শোনা গেল কিছুটা । করিনার বাবা রণধীর কাপুর জানালেন যে, ছোটো নাতিকে তইমুরের মতোই দেখতে ।
আজ বিকেলে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মেয়ে আর নাতিকে দেখতে গেছিলেন রণধীর । সেখান থেকে বেরিয়ে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমার তো সব বাচ্চাকেই একরকম দেখতে লাগে । তবে সবাই বলাবলি করছিল যে, ওকে একদম তইমুরের মতোই দেখতে ।"
যদিও সময়ের সঙ্গে মুখের আদল বদলায়, তবুও তইমুরের সঙ্গে অনেকটা মিল আছে বলেই জানা গেছে এই মুহূর্তে । ভাইকে দেখতে সকাল সকাল হাসপাতালে পৌঁছেছিল বড় দাদা । নিজের মতোই আর একজনকে দেখে কী প্রতিক্রিয়া তইমুরের ?