ETV Bharat / sitara

করিনার সোশাল মিডিয়ায় মিষ্টি চমক ! - তইমুর আলি খানের খবর

করিনা কাপুর খানের সোশাল মিডিয়ায় কিউটনেসের ডবল ডোজ় । তইমুর আর ইনায়ার ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।

taimur ali khan with sister inaya
taimur ali khan with sister inaya
author img

By

Published : Dec 11, 2020, 8:54 AM IST

মুম্বই : ইনস্টাগ্রাম জয়েন করার পর থেকে সেখানে বেশ অ্যাক্টিভ করিনা কাপুর খান । এরই মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে পাঁচ মিলিয়ন । তবে তাঁর প্রোফাইলেন একমাত্র আকর্ষণ তিনি একা নন ।

জন্মের পর থেকেই লাইমলাইটে থেকেছে করিনার ছেলে তইমুর আলি খান । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তাও বেড়েছে । করিনার সোশাল মিডিয়া পোস্টে মাঝেমধ্যেই জায়গা করে নেয় ছোট্ট তইমুর ।

এবারও তইমুরের একটি ছবি শেয়ার করেছেন করিনা । তবে এক তইমুর নয়, সঙ্গে আছে ছোট্ট ইনায়াও । ভাই আর বোনের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ।

সাত লাখ ছাড়িয়ে গেছে এই ছবিতে লাইকের সংখ্যা । দেখে নিন...

খুব তাড়াতাড়ি করিনার জীবনে আরও এক আকর্ষণ আসতে চলেছে । সে কি তইমুরের থেকেও বেশি জনপ্রিয় হবে ? সেটা পরের বছরই জানা যাবে ।

মুম্বই : ইনস্টাগ্রাম জয়েন করার পর থেকে সেখানে বেশ অ্যাক্টিভ করিনা কাপুর খান । এরই মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে পাঁচ মিলিয়ন । তবে তাঁর প্রোফাইলেন একমাত্র আকর্ষণ তিনি একা নন ।

জন্মের পর থেকেই লাইমলাইটে থেকেছে করিনার ছেলে তইমুর আলি খান । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তাও বেড়েছে । করিনার সোশাল মিডিয়া পোস্টে মাঝেমধ্যেই জায়গা করে নেয় ছোট্ট তইমুর ।

এবারও তইমুরের একটি ছবি শেয়ার করেছেন করিনা । তবে এক তইমুর নয়, সঙ্গে আছে ছোট্ট ইনায়াও । ভাই আর বোনের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ।

সাত লাখ ছাড়িয়ে গেছে এই ছবিতে লাইকের সংখ্যা । দেখে নিন...

খুব তাড়াতাড়ি করিনার জীবনে আরও এক আকর্ষণ আসতে চলেছে । সে কি তইমুরের থেকেও বেশি জনপ্রিয় হবে ? সেটা পরের বছরই জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.