ETV Bharat / sitara

শাহিদের সঙ্গে ছবি শেয়ার করলেন করিনা, ব্যাপারটা কী ? - জব উই মেট-এ করিনা কাপুর

করিনা কাপুর খানের সঙ্গে শাহিদ কাপুরের একটা সম্পর্ক তৈরি হয়েছিল বেশ কয়েকবছর আগে । তারপর দু'জনে হেঁটেছেন আলাদা পথে । করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে আর শাহিদ সাত পাকে বাঁধা পড়েছেন মীরার সঙ্গে । সুখে জীবন কাটছে তাঁদের । এত বছর পর তাহলে শাহিদের সঙ্গে কেন ছবি শেয়ার করলেন অভিনেত্রী ?

kareena kapoor khan jab we met
kareena kapoor khan jab we met
author img

By

Published : Oct 27, 2020, 9:13 AM IST

মুম্বই : শাহিদ কাপুর আর করিনা কাপুর খানের এখনও অবধি একসঙ্গে অভিনীত সেরা ছবি 'জব উই মেট' । ছবিটি এই দুই অভিনেতাকেই একটা নতুন পরিচয় দিয়েছিল এই ইন্ডাস্ট্রিতে । সমালোচক এবং দর্শক, দু'জনের কাছেই দারুণ রিসেপশন পেয়েছিল এই ছবি । 13 বছর পূর্ণ করল 'জব উই মেট' ।

দিনটিকে মনে করে শাহিদ কাপুরের সঙ্গে ফিল্মের সেটে তোলা একটি ছবি শেয়ার করলেন করিনা । সঙ্গে রয়েছেন পরিচালক ইমতিয়াজ় আলিও । তিনজনে মনিটরে চোখ রেখে মন দিয়ে দেখছেন কিছু একটা ।

ক্যাপশনে ছবিরই একটা সংলাপ শেয়ার করেছেন করিনা । যার মর্মার্থ এই, কেউ যদি মন থেকে কিছু চায়, সত্যি সত্যিই কিছু চায়, তাহলে তার জীবনে সেটাই হয় । দেখে নিন করিনার পোস্ট...

'জব উই মেট'-এর শুটিং চলাকালীন 'টশন' ছবির শুটিংয়ে সইফের সঙ্গে আলাপ হয় করিনা । পরের অংশটা সবার জানা ।

মুম্বই : শাহিদ কাপুর আর করিনা কাপুর খানের এখনও অবধি একসঙ্গে অভিনীত সেরা ছবি 'জব উই মেট' । ছবিটি এই দুই অভিনেতাকেই একটা নতুন পরিচয় দিয়েছিল এই ইন্ডাস্ট্রিতে । সমালোচক এবং দর্শক, দু'জনের কাছেই দারুণ রিসেপশন পেয়েছিল এই ছবি । 13 বছর পূর্ণ করল 'জব উই মেট' ।

দিনটিকে মনে করে শাহিদ কাপুরের সঙ্গে ফিল্মের সেটে তোলা একটি ছবি শেয়ার করলেন করিনা । সঙ্গে রয়েছেন পরিচালক ইমতিয়াজ় আলিও । তিনজনে মনিটরে চোখ রেখে মন দিয়ে দেখছেন কিছু একটা ।

ক্যাপশনে ছবিরই একটা সংলাপ শেয়ার করেছেন করিনা । যার মর্মার্থ এই, কেউ যদি মন থেকে কিছু চায়, সত্যি সত্যিই কিছু চায়, তাহলে তার জীবনে সেটাই হয় । দেখে নিন করিনার পোস্ট...

'জব উই মেট'-এর শুটিং চলাকালীন 'টশন' ছবির শুটিংয়ে সইফের সঙ্গে আলাপ হয় করিনা । পরের অংশটা সবার জানা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.