মুম্বই : তেলুগু ছবি 'ভীষ্ম'-র হিন্দি রিমেক করতে পারেন পরিচালক করণ জোহর । শোনা যাচ্ছে, সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে ।
তেলুগুতে এই ছবিতে অভিনয় করেন রশমিকা মন্দনা ও নীতিন । চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় ছবিটি । সমালোচক ও দর্শকদের থেকে ভালোই প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি । বক্স অফিস থেকেও ভালো আয় করে ।
শোনা যাচ্ছে, ছবির গল্প ভালো লাগে করণের । তারপরই এই ছবিকে হিন্দিতে রিমেক করার সিদ্ধান্ত নেন । ইতিমধ্যেই নাকি হিন্দিতে রিমেক করার জন্য ছবির সত্ত্বও কিনে নিয়েছে করণের ধর্মা প্রোডাকশন । খুব তাড়াতাড়িই ছবির কাজ শুরু করবেন তিনি ।
সূত্রের খবর, ছবির মুখ্য চরিত্র অর্থাৎ নীতিনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে । তবে রণবীর ছাড়া আর কারা থাকবেন ছবিতে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । তবে ছবি নিয়ে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা হয়নি ।
যাই হোক এখন আপকামিং ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন করণ । সেখানে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অনন্যা পান্ডে । বিভিন্ন ভাষায় মুক্তি পাবে ছবিটি । পরিচালনায় পুরি জগন্নাধ । তবে কোরোনা আতঙ্কের জেরে বাকি সিনেমার মতো এখন বন্ধ রয়েছেন এই ছবির শুটিংয়ের কাজও ।
অন্যদিকে 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত রণবীর । সেখানে আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । রয়েছেন অমিতাভ বচ্চনও । ছবিটি পরিচালনা করেন অয়ন মুখার্জি । সব ঠিক থাকলে চলতি বছরের 4 ডিসেম্বর মুক্তি পেতে পারে ছবিটি ।