মুম্বই : লকডাউনে বাড়িতে বেশ মুশকিলেই পড়েছে করণের ছেলে-মেয়ে যশ আর রুহি । কারণ, করণের বেসুরো গান শুনতে হচ্ছে মাঝেমধ্যেই । আর তা শুনে মাথা ধরে যাচ্ছে তাদের ।
করণের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল রুহি একটি মিউজ়িক সিস্টেম চালানোর চেষ্টা করছে । তা দেখে করণ বলেন, "তোমায় ওটা চালাতে হবে না, আমি গান করছি ।"
শুরুও করেন করণ । তবে সেটা বেশিক্ষণ সহ্য করতে পারে না যশ-রুহি । চিৎকার করে বলে, "গেয়ো না বাবা । আমার মাথা ধরে যাবে ।" করণ তা শুনে হাসি লুকোনোর জায়গা পান না ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে এই প্রথমবার নয়, এর আগেও করণের গান শুনে প্রতিবাদ করেছিল যশ আর রুহি । বলেছিল, করণের গান নাকি চিৎকার মনে হচ্ছে তাদের । যদিও সেই প্রতিবাদে খুব একটা কাজ হয়েছে বলে তো মনে হয় না ।