ETV Bharat / sitara

ছেলের থেকে এটাই শোনা বাকি ছিল করণের ! - লকডাউনের খবর

এটাই শোনা বাকি ছিল বোধহয় । বাবা করণ জোহরকে "বাঁদর" বলে ডাকল ছেলে যশ ।

Karan johar with kids
Karan johar with kids
author img

By

Published : May 18, 2020, 6:35 PM IST

মুম্বই : করণ যতবারই তাঁর ছেলে যশ আর মেয়ে রুহিকে সোশাল মিডিয়ার সামনে এনেছেন, ততবারই কোনও না কোনওভাবে অপদস্ত হয়েছেন তিনি । কখনও তাঁর গান গাওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছে ছেলে-মেয়ে, তো কখনও তাঁর জামাকাপড় নিয়ে মজা করেছে তারা । এবার "বাঁদর" বলতেও বাকি রাখল না যশ ।

করণের ঘরে বিছানায় বসেছিল রুহি । আর বিছানার পিছনে লাফালাফি করছিল যশ । করণ যশকে জিজ্ঞাসা করেন, "যশ তুমি কি বাঁদর ?"

উত্তরে যশ বলে, "না না, আমি যশ দাদা" । রুহিও তাল মিলিয়ে বলে, "আমি রুহি দিদি"।

করণ পালটা প্রশ্ন করেন, "তাহলে আমি কী ?" একটুও সময় নষ্ট না করে যশ বলে, "তুমি বাঁদর" । যশকে বাঁদর বলে মজা করতে গিয়ে নিজেই খোরাক হয়ে গেলেন করণ । তবে নিজের নতুন পরিচয় বেশ উপভোগ করেছেন বলে মনে হল প্রযোজক ।

করণের পোস্ট মুহূর্তে ভাইরাল । দেখে নিন..

মুম্বই : করণ যতবারই তাঁর ছেলে যশ আর মেয়ে রুহিকে সোশাল মিডিয়ার সামনে এনেছেন, ততবারই কোনও না কোনওভাবে অপদস্ত হয়েছেন তিনি । কখনও তাঁর গান গাওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছে ছেলে-মেয়ে, তো কখনও তাঁর জামাকাপড় নিয়ে মজা করেছে তারা । এবার "বাঁদর" বলতেও বাকি রাখল না যশ ।

করণের ঘরে বিছানায় বসেছিল রুহি । আর বিছানার পিছনে লাফালাফি করছিল যশ । করণ যশকে জিজ্ঞাসা করেন, "যশ তুমি কি বাঁদর ?"

উত্তরে যশ বলে, "না না, আমি যশ দাদা" । রুহিও তাল মিলিয়ে বলে, "আমি রুহি দিদি"।

করণ পালটা প্রশ্ন করেন, "তাহলে আমি কী ?" একটুও সময় নষ্ট না করে যশ বলে, "তুমি বাঁদর" । যশকে বাঁদর বলে মজা করতে গিয়ে নিজেই খোরাক হয়ে গেলেন করণ । তবে নিজের নতুন পরিচয় বেশ উপভোগ করেছেন বলে মনে হল প্রযোজক ।

করণের পোস্ট মুহূর্তে ভাইরাল । দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.