ETV Bharat / sitara

টুইট বিতর্কে রঙ্গোলিকে সমর্থন করে রোষের মুখে কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

টুইট বিতর্কে রঙ্গোলিকে সমর্থন করে নেটিজেনদের রোষের মুখে পড়লেন কঙ্গনা রানাওয়াত ।

kangna ranaut defends Rangoli chandel
kangna ranaut defends Rangoli chandel
author img

By

Published : Apr 19, 2020, 6:44 PM IST

Updated : Apr 19, 2020, 7:38 PM IST

মুম্বই : বিতর্কিত সাম্প্রদায়িক টুইট করায় রঙ্গোলি চান্দেলের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে । একটি বিশেষ গোষ্ঠীর মানুষকে গুলি করে মেরে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু, দিদির বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে তাঁকে সমর্থন করলেন কঙ্গনা রানাওয়াত । আর এতেই চটেছেন নেটিজেনরা ।

কঙ্গনা জানিয়েছেন যে, রঙ্গোলি কখনই কোনও বিশেষ গোষ্ঠীর সমস্ত মানুষকে মারার কথা বলেননি । তিনি সেই সমস্ত মানুষদের মারার কথা বলেছেন, যারা ডাক্তার বা পুলিশদের কাজে বাধা সৃষ্টি করছেন ।

রঙ্গোলি আসলে কী বলতে চেয়েছিলেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন । তবে দেশজুড়ে অনেক মানুষই তাঁর সেই টুইটের বিরুদ্ধে । আর সেই কারণেই, কঙ্গনা যখন রঙ্গোলির সমর্থনে এগিয়ে এলেন, তখন নেটিজেনদের ক্ষোভ গিয়ে পড়ল অভিনেত্রীর উপর ।

কেউ লিখলেন, "মত প্রকাশের স্বাধীনতা একরকম, আর হিংসা ছড়ানোর প্রবণতা আলাদা কঙ্গনাজী ।"

kangna ranaut defends Rangoli chandel
সৌজন্যে সোশাল মিডিয়া

তো কোনও ইউজ়ারের মতে, "আপনি কে গুলি করার নির্দেশ দেওয়ার ?"

kangna ranaut defends Rangoli chandel
সৌজন্যে সোশাল মিডিয়া

কোনও ইউজ়ার আবার লিখেছেন, "সব জিনিসের জবাব গুলি করে দেওয়া যায় না কঙ্গনাজী । এভাবে কারও মৃত্যুর আবেদন গ্রহণযোগ্য নয় ।"

kangna ranaut defends Rangoli chandel
সৌজন্যে সোশাল মিডিয়া

তবে কেউ কেউ কঙ্গনার প্রশংসা করলেও ক্ষুব্ধ নেটিজেনদের মন একেবারেই গলেনি ।

মুম্বই : বিতর্কিত সাম্প্রদায়িক টুইট করায় রঙ্গোলি চান্দেলের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে । একটি বিশেষ গোষ্ঠীর মানুষকে গুলি করে মেরে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু, দিদির বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে তাঁকে সমর্থন করলেন কঙ্গনা রানাওয়াত । আর এতেই চটেছেন নেটিজেনরা ।

কঙ্গনা জানিয়েছেন যে, রঙ্গোলি কখনই কোনও বিশেষ গোষ্ঠীর সমস্ত মানুষকে মারার কথা বলেননি । তিনি সেই সমস্ত মানুষদের মারার কথা বলেছেন, যারা ডাক্তার বা পুলিশদের কাজে বাধা সৃষ্টি করছেন ।

রঙ্গোলি আসলে কী বলতে চেয়েছিলেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন । তবে দেশজুড়ে অনেক মানুষই তাঁর সেই টুইটের বিরুদ্ধে । আর সেই কারণেই, কঙ্গনা যখন রঙ্গোলির সমর্থনে এগিয়ে এলেন, তখন নেটিজেনদের ক্ষোভ গিয়ে পড়ল অভিনেত্রীর উপর ।

কেউ লিখলেন, "মত প্রকাশের স্বাধীনতা একরকম, আর হিংসা ছড়ানোর প্রবণতা আলাদা কঙ্গনাজী ।"

kangna ranaut defends Rangoli chandel
সৌজন্যে সোশাল মিডিয়া

তো কোনও ইউজ়ারের মতে, "আপনি কে গুলি করার নির্দেশ দেওয়ার ?"

kangna ranaut defends Rangoli chandel
সৌজন্যে সোশাল মিডিয়া

কোনও ইউজ়ার আবার লিখেছেন, "সব জিনিসের জবাব গুলি করে দেওয়া যায় না কঙ্গনাজী । এভাবে কারও মৃত্যুর আবেদন গ্রহণযোগ্য নয় ।"

kangna ranaut defends Rangoli chandel
সৌজন্যে সোশাল মিডিয়া

তবে কেউ কেউ কঙ্গনার প্রশংসা করলেও ক্ষুব্ধ নেটিজেনদের মন একেবারেই গলেনি ।

Last Updated : Apr 19, 2020, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.