মুম্বই : অবৈধ নির্মাণের অভিযোগ তুলে কয়েকদিন আগে কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিস ভেঙে দেয় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এরপর ক্ষতিপূরণ হিসেবে BMC-র থেকে 2 কোটি টাকা দাবি করেন তিনি । যদিও কঙ্গনার এই দাবি বেআইনি বলে বোম্বে হাইকোর্টে জানিয়েছে BMC কর্তৃপক্ষ । আর এরপরই সোশাল মিডিয়ায় মহারাষ্ট্র সরকার ও তাদের 'পোষ্য' BMC-র উদ্দেশে 'বিশেষ বার্তা' দিলেন কঙ্গনা ।
ইনস্টাগ্রাম স্টোরিতে মিউনিসিপাল কর্পোরেশন আইনের একটা অংশ তুলে ধরেন কঙ্গনা । কোনও নির্মাণ ভাঙার ক্ষেত্রে মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আইন, 1888 এর 351 নম্বর ধারা অনুযায়ী, "কোনও নির্মাণ ভাঙার আগে তার মালিককে 15 দিনের নোটিশ দিতে হবে । তারপরই সেই নির্মাণ ভাঙতে পারবে পৌরনিগম । যদি এই নিয়ম পৌরনিগম লঙ্ঘন করে আর নির্মাণটি পুরোপুরি বেআইনি হয়, তাহলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কিছু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে । আর পৌরনিগমের যে আধিকারিক এই নিয়ম লঙ্ঘন করেছেন তাঁর থেকেই ওই ক্ষতিপূরণের টাকা নেওয়া উচিত ।"
আইনের এই অংশ তুলে ধরার পাশাপাশি কঙ্গনা লেখেন, "মহারাষ্ট্র সরকার ও তার পোষ্য BMC-কে একটা বিশেষ বার্তা"।
অবৈধ নির্মাণের অভিযোগ তুলে 9 সেপ্টেম্বর কঙ্গনার অফিস ভেঙে দেয় BMC । এরপর BMC-র থেকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বোম্বে হাইকোর্টে একটি সংশোধিত পিটিশন দায়ের করেন কঙ্গনা । আজ হাইকোর্টে তাঁর ওই সংশোধনী পিটিশনের জবাব দেয় BMC । তাদের দাবি, কঙ্গনা যে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তা অনৈতিক ও বেআইনি । এই আবেদনকে গুরুত্ব না দিয়ে তা খারিজ করা হোক । আর এভাবে আদালতকে বিভ্রান্ত করার জন্য জরিমানা করা হোক কঙ্গনাকে ।
এদিকে হাইকোর্টে BMC-র জবাবের পরই এই মহারাষ্ট্র সরকারের উদ্দেশে এই 'বিশেষ বার্তা' দেন কঙ্গনা ।