ETV Bharat / sitara

"ইতিহাস আপনার নীরবতার বিচার করবে", এবার সোনিয়াকে আক্রমণ কঙ্গনার

author img

By

Published : Sep 11, 2020, 3:50 PM IST

এবার সোনিয়া গান্ধিকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত । টুইটারে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর উদ্দেশে তিনি লেখেন, "ইতিহাস আপনার নীরবতা ও উদাসীনতার বিচার করবে ।"

asd
asd

মুম্বই : এতদিন শিবসেনাই মূলত তাঁর নিশানায় ছিল । এবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত । সোনিয়া গান্ধির উদ্দেশে টুইটারে তিনি লেখেন, "ইতিহাস আপনার নীরবতা ও উদাসীনতার বিচার করবে ।"

মুম্বইয়ে তাঁর অফিস ভাঙার প্রসঙ্গ টেনে কংগ্রেস সভানেত্রীর উদ্দেশে তাঁর টুইট, "শ্রদ্ধেয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, মহারাষ্ট্রে আপনার সরকার আমার সঙ্গে যে ব্যবহার করেছে একজন মহিলা হিসেবে আপনি কি তাতে বিচলিত নন ? আপনি কি আপনার সরকারকে ডঃ বি আর আম্বেদকরের সংবিধানকে মেনে চলার জন্য আবেদন করতে পারেন না ?"

আরও এক ধাপ এগিয়ে কঙ্গনা লেখেন, "আপনি পশ্চিমে বড় হয়েছেন এবং এখন ভারতে থাকছেন । আপনি হয়তো মহিলাদের লড়াই সম্পর্কে সচেতন । যখন আপনার সরকার আইনশৃঙ্খলাকে পাত্তা না দিয়ে একজন মহিলাকে হেনস্থা করে তখন আপনার এই নীরবতা ও উদাসীনতার বিচার ইতিহাস করবে ।"

  • You have grown up in the west and lived here in India. You may be aware of the struggles of women. History will judge your silence and indifference when your own Government is harassing women and ensuring a total mockery of law and order. I hope you will intervene 🙏@INCIndia

    — Kangana Ranaut (@KanganaTeam) September 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর বাল ঠাকরেকে টেনে এনে শিবসেনাকে আক্রমণ করেন তিনি । লেখেন, "বাল সাহেব ঠাকরের বড় আশঙ্কা ছিল একদিন শিবসেনা জোট করে কংগ্রেস হয়ে যাবে । তাঁর দলের অবস্থা দেখে এখন তিনি কী ভাবছেন, আমার তা খুব জানতে ইচ্ছে করে ।"

এর আগে গতকাল শিবসেনার বিরুদ্ধে আদর্শের সঙ্গে সমঝোতা করার অভিযোগ এনেছিলেন তিনি । তাদের "সোনিয়া সেনা" হিসেবে কটাক্ষও করেছিলেন ।

মুম্বই : এতদিন শিবসেনাই মূলত তাঁর নিশানায় ছিল । এবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত । সোনিয়া গান্ধির উদ্দেশে টুইটারে তিনি লেখেন, "ইতিহাস আপনার নীরবতা ও উদাসীনতার বিচার করবে ।"

মুম্বইয়ে তাঁর অফিস ভাঙার প্রসঙ্গ টেনে কংগ্রেস সভানেত্রীর উদ্দেশে তাঁর টুইট, "শ্রদ্ধেয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, মহারাষ্ট্রে আপনার সরকার আমার সঙ্গে যে ব্যবহার করেছে একজন মহিলা হিসেবে আপনি কি তাতে বিচলিত নন ? আপনি কি আপনার সরকারকে ডঃ বি আর আম্বেদকরের সংবিধানকে মেনে চলার জন্য আবেদন করতে পারেন না ?"

আরও এক ধাপ এগিয়ে কঙ্গনা লেখেন, "আপনি পশ্চিমে বড় হয়েছেন এবং এখন ভারতে থাকছেন । আপনি হয়তো মহিলাদের লড়াই সম্পর্কে সচেতন । যখন আপনার সরকার আইনশৃঙ্খলাকে পাত্তা না দিয়ে একজন মহিলাকে হেনস্থা করে তখন আপনার এই নীরবতা ও উদাসীনতার বিচার ইতিহাস করবে ।"

  • You have grown up in the west and lived here in India. You may be aware of the struggles of women. History will judge your silence and indifference when your own Government is harassing women and ensuring a total mockery of law and order. I hope you will intervene 🙏@INCIndia

    — Kangana Ranaut (@KanganaTeam) September 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর বাল ঠাকরেকে টেনে এনে শিবসেনাকে আক্রমণ করেন তিনি । লেখেন, "বাল সাহেব ঠাকরের বড় আশঙ্কা ছিল একদিন শিবসেনা জোট করে কংগ্রেস হয়ে যাবে । তাঁর দলের অবস্থা দেখে এখন তিনি কী ভাবছেন, আমার তা খুব জানতে ইচ্ছে করে ।"

এর আগে গতকাল শিবসেনার বিরুদ্ধে আদর্শের সঙ্গে সমঝোতা করার অভিযোগ এনেছিলেন তিনি । তাদের "সোনিয়া সেনা" হিসেবে কটাক্ষও করেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.