ETV Bharat / sitara

'থালাইভি' কি OTT-তে মুক্তি পাবে ? জবাব দিলেন কঙ্গনা

author img

By

Published : Jun 5, 2020, 7:10 AM IST

লকডাউন উঠে গেলেও বলিউডের একাধিক বিগ ব্যানার ফিল্ম OTT-তে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে । কারণ দর্শক কতটা নির্ভয়ে সিনেমা হলে যেতে চাইবেন, সেই নিয়ে সন্দেহ রয়েছে প্রযোজক-পরিচালকদের । কঙ্গনা রানাওয়াত অভিনীত 'থালাইভি' কি সেই তালিকাতেই পড়ছে ? জবাব দিলেন অভিনেত্রী ।

kangna Ranaut on Thalaivi on OTT platform
kangna Ranaut on Thalaivi on OTT platform

মুম্বই : লকডাউন আমাদের লাইফস্টাইল বদলে দিয়েছে অনেকটা । লকডাউন উঠে যাওয়ার পরেও স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে সন্দেহ আছে সকলের মধ্যে । সিনেমা হলগুলোর ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন । তাই অনেক সিনেমাই OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে । 'থালাইভি' কি সেই তালিকায় পড়ছে ? মুখ খুললেন ছবির হিরোইন কঙ্গনা রানাওয়াত ।

কঙ্গনা বললেন, "'থালাইভি' ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার মতো নয় । কারণ এটা একটা বিশাল ক্যানভাসে তৈরি ফিল্ম । 'মণিকর্ণিকা'-ও ডিজিটালি মুক্তি পাওয়ার মতো ছবি ছিল না ।"

পুরোটাই সিনেমার কনটেন্টের উপর নির্ভর করে । কঙ্গনা বললেন, "আবার 'পাঙ্গা' বা 'জাজমেন্টাল হ্য়ায় কেয়া'-র মতো ছবি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যও উপযুক্ত । যেভাবে সিনেমাগুলো বানানো হয়েছে, সেটা খুব ডিজিটাল ফ্রেন্ডলি । আর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অনেক উপার্জনও করেছে ছবিগুলো । তাই এটা পুরোটাই ছবির উপর নির্ভর করে ।"

kangna Ranaut on Thalaivi on OTT platform
পাঙ্গা

'থালাইভি' ছবিটি ইতিমধ্যেই নেটফ্লিক্স আর অ্যামাজ়ন প্রাইমে বিক্রি হয়ে গেছে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, হিন্দি আর তামিল এই দুই ভাষায় প্রায় 55 কোটি টাকায় বিক্রি হয়েছে ছবিটি ।

মুম্বই : লকডাউন আমাদের লাইফস্টাইল বদলে দিয়েছে অনেকটা । লকডাউন উঠে যাওয়ার পরেও স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে সন্দেহ আছে সকলের মধ্যে । সিনেমা হলগুলোর ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন । তাই অনেক সিনেমাই OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে । 'থালাইভি' কি সেই তালিকায় পড়ছে ? মুখ খুললেন ছবির হিরোইন কঙ্গনা রানাওয়াত ।

কঙ্গনা বললেন, "'থালাইভি' ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার মতো নয় । কারণ এটা একটা বিশাল ক্যানভাসে তৈরি ফিল্ম । 'মণিকর্ণিকা'-ও ডিজিটালি মুক্তি পাওয়ার মতো ছবি ছিল না ।"

পুরোটাই সিনেমার কনটেন্টের উপর নির্ভর করে । কঙ্গনা বললেন, "আবার 'পাঙ্গা' বা 'জাজমেন্টাল হ্য়ায় কেয়া'-র মতো ছবি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যও উপযুক্ত । যেভাবে সিনেমাগুলো বানানো হয়েছে, সেটা খুব ডিজিটাল ফ্রেন্ডলি । আর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অনেক উপার্জনও করেছে ছবিগুলো । তাই এটা পুরোটাই ছবির উপর নির্ভর করে ।"

kangna Ranaut on Thalaivi on OTT platform
পাঙ্গা

'থালাইভি' ছবিটি ইতিমধ্যেই নেটফ্লিক্স আর অ্যামাজ়ন প্রাইমে বিক্রি হয়ে গেছে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, হিন্দি আর তামিল এই দুই ভাষায় প্রায় 55 কোটি টাকায় বিক্রি হয়েছে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.