ETV Bharat / sitara

প্রতিদিন নতুন মামলায় জেরবার কঙ্গনা, অভিমান 'জাভেদ চাচা'র উপর - কঙ্গনা রানাওয়াতের খবর

প্রতিদিন নতুন একটা করে মামলা হচ্ছে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে । তাঁর দাবি যে, এতদিনে সাতশোর বেশি মামলা হয়ে গেছে তাঁর বিরুদ্ধে । তবে যারা 'প্রকৃত' দোষী, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই...ক্ষুব্ধ কঙ্গনা । সঙ্গে একটু অভিমানও রয়েছে জাভেদ আখতারের উপর ।

javed akhtar case against kangana ranaut
javed akhtar case against kangana ranaut
author img

By

Published : Mar 2, 2021, 4:14 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন গীতিকার জাভেদ আখতার । গতকাল অর্থাৎ 1 মার্চ কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত । আজও তাঁর নামে নতুন মামলা দায়ের হয়েছে । সব মিলিয়ে এক অত্যন্ত অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী ।

আজ আবার কীসের মামলা কঙ্গনার বিরুদ্ধে ? তাঁর ভাষায়, 'কৃষি বিলকে সমর্থন করার জন্য' এফ.আই.আর জমা পড়েছে তাঁর বিরুদ্ধে । তবে যারা 'প্রকৃত' দোষী, যারা কৃষি বিল সম্পর্কে 'গুজব' ছড়িয়েছে, তারা কেন ছাড় পাচ্ছে ? প্রশ্ন কঙ্গনার ।

তাঁর অভিমান 'জাভেদ চাচা'-কে নিয়েও । কঙ্গনা লিখলেন, 'জাভেদ চাচা তো মহারাষ্ট্র সরকারের সাহায্যে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ।'

  • Another day another FIR, yesterday Javed chacha with help of Maharashtra government got a warrant issued for me and now another FIR for supporting farmer’s bill, meanwhile those who spread lies about this Bill and Farmer’s genocide also caused riots, face no consequences. Thanks https://t.co/TBhbehSmus

    — Kangana Ranaut (@KanganaTeam) March 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু, এত মামলার পরেও কঙ্গনাকে একবারের জন্য থানা বা আদালতে উপস্থিত থাকতে দেখা যায়নি । সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগেও তাঁর বিরুদ্ধে চলছে একাধিক মামলা । তবে তদন্তে সাহায্য করার বদলে সোশাল মিডিয়াতেই বিরোধীতা করে চলেছেন তিনি । এর উত্তরে কী বলবেন কঙ্গনা !

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন গীতিকার জাভেদ আখতার । গতকাল অর্থাৎ 1 মার্চ কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত । আজও তাঁর নামে নতুন মামলা দায়ের হয়েছে । সব মিলিয়ে এক অত্যন্ত অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী ।

আজ আবার কীসের মামলা কঙ্গনার বিরুদ্ধে ? তাঁর ভাষায়, 'কৃষি বিলকে সমর্থন করার জন্য' এফ.আই.আর জমা পড়েছে তাঁর বিরুদ্ধে । তবে যারা 'প্রকৃত' দোষী, যারা কৃষি বিল সম্পর্কে 'গুজব' ছড়িয়েছে, তারা কেন ছাড় পাচ্ছে ? প্রশ্ন কঙ্গনার ।

তাঁর অভিমান 'জাভেদ চাচা'-কে নিয়েও । কঙ্গনা লিখলেন, 'জাভেদ চাচা তো মহারাষ্ট্র সরকারের সাহায্যে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ।'

  • Another day another FIR, yesterday Javed chacha with help of Maharashtra government got a warrant issued for me and now another FIR for supporting farmer’s bill, meanwhile those who spread lies about this Bill and Farmer’s genocide also caused riots, face no consequences. Thanks https://t.co/TBhbehSmus

    — Kangana Ranaut (@KanganaTeam) March 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু, এত মামলার পরেও কঙ্গনাকে একবারের জন্য থানা বা আদালতে উপস্থিত থাকতে দেখা যায়নি । সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগেও তাঁর বিরুদ্ধে চলছে একাধিক মামলা । তবে তদন্তে সাহায্য করার বদলে সোশাল মিডিয়াতেই বিরোধীতা করে চলেছেন তিনি । এর উত্তরে কী বলবেন কঙ্গনা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.