ETV Bharat / sitara

কঙ্গনার আগুনে কে ঘি ঢালেন জানতে চান ? - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াতের আগুনে কে ঘি ঢালেন ? কঙ্গনার সমস্ত অসম্ভব স্বপ্ন পূরণ করতে কে পাশে দাঁড়ান ? তিনি আর কেউ নন, কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল । দীপাবলীর আগে সোশাল মিডিয়ার মাধ্য়মে দিদিকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী ।

kangana ranaut thanked sister rangoli chandel
kangana ranaut thanked sister rangoli chandel
author img

By

Published : Nov 13, 2020, 8:50 AM IST

মুম্বই : পৃথিবী যা-ই বলুক না কেন, কঙ্গনা রানাওয়াতের পাশে স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল । এই পরিবর্তনশীল পৃথিবীতে কঙ্গনার জীবনে চিরস্থায়ী সাপোর্ট সিস্টেম হলেন রঙ্গোলি । দিদিকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী ।

দু'জনের একটি সেলফি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "আমি অনেক অসম্ভব স্বপ্ন দেখি । সবাই আমার বিরোধীতা করে । তবে যখনই আমি ওঁর চোখে বিশ্বাসের ঝলক দেখতে পাই, বুঝতে পারি যে সবকিছু ঠিক হয়ে যাবে ।"

কঙ্গনা আর রঙ্গোলির জুটি সোশাল মিডিয়াতে বেশ জনপ্রিয় । একে অপরের সমর্থন করতে সবসময় অ্যাক্টিভ তাঁরা দু'জন । তাঁদের কার্যকলাপ যে নেটিজেনরা খুব একটা পছন্দ করেন তা নয়, তবুও তাঁরা অপ্রতিরোধ্য, আক্রমণাত্মক । মজার বিষয় হল, দুই বোনের বিরুদ্ধে একই অভিযোগে FIR-ও দায়ের হয়েছে সম্প্রতি ।

কঙ্গনা লিখেছেন, "আমার আগুনের ঘি, আমার বোন রঙ্গোলিকে অনেক ধন্যবাদ ।"

উদয়পুরে ভাইয়ের বিয়ে সেলিব্রেট করে আপাতত মানালির বাড়ি ফিরছেন তাঁরা । দীপাবলীর আগে একটা সুন্দর সময় কাটিয়ে মন খুশি অভিনেত্রীর । দেখে নিন তাঁর পোস্ট...

  • I can see any impossible dream everyone can oppose me but when she looks at me with that gleam in her eyes I know it will be done. Ghee to my fire, my sister Rangoli, thank you, lovely time we had in Udaipur now heading home to attend Dham being organised by my parents 🌹 pic.twitter.com/C6O2vI2FIP

    — Kangana Ranaut (@KanganaTeam) November 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : পৃথিবী যা-ই বলুক না কেন, কঙ্গনা রানাওয়াতের পাশে স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল । এই পরিবর্তনশীল পৃথিবীতে কঙ্গনার জীবনে চিরস্থায়ী সাপোর্ট সিস্টেম হলেন রঙ্গোলি । দিদিকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী ।

দু'জনের একটি সেলফি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "আমি অনেক অসম্ভব স্বপ্ন দেখি । সবাই আমার বিরোধীতা করে । তবে যখনই আমি ওঁর চোখে বিশ্বাসের ঝলক দেখতে পাই, বুঝতে পারি যে সবকিছু ঠিক হয়ে যাবে ।"

কঙ্গনা আর রঙ্গোলির জুটি সোশাল মিডিয়াতে বেশ জনপ্রিয় । একে অপরের সমর্থন করতে সবসময় অ্যাক্টিভ তাঁরা দু'জন । তাঁদের কার্যকলাপ যে নেটিজেনরা খুব একটা পছন্দ করেন তা নয়, তবুও তাঁরা অপ্রতিরোধ্য, আক্রমণাত্মক । মজার বিষয় হল, দুই বোনের বিরুদ্ধে একই অভিযোগে FIR-ও দায়ের হয়েছে সম্প্রতি ।

কঙ্গনা লিখেছেন, "আমার আগুনের ঘি, আমার বোন রঙ্গোলিকে অনেক ধন্যবাদ ।"

উদয়পুরে ভাইয়ের বিয়ে সেলিব্রেট করে আপাতত মানালির বাড়ি ফিরছেন তাঁরা । দীপাবলীর আগে একটা সুন্দর সময় কাটিয়ে মন খুশি অভিনেত্রীর । দেখে নিন তাঁর পোস্ট...

  • I can see any impossible dream everyone can oppose me but when she looks at me with that gleam in her eyes I know it will be done. Ghee to my fire, my sister Rangoli, thank you, lovely time we had in Udaipur now heading home to attend Dham being organised by my parents 🌹 pic.twitter.com/C6O2vI2FIP

    — Kangana Ranaut (@KanganaTeam) November 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.