মুম্বই : আজ থেকে নবরাত্রির সূচনা । আর আজই কঙ্গনার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিল মুম্বইয়ের বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্ট । তাই দুটি বিষয়কে মিলিয়ে একটা মজার পোস্ট করেছেন কঙ্গনা । আর মজার ছলে কটাক্ষ করেছেন মহারাষ্ট্র সরকারকে ।
নিজের তিনটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা । নবরাত্রির জন্য রঙিন সাজে সেজে উঠেছেন তিনি । ঝলমলে পোশাক, ভারি গয়নায় একদম রানির মতোই লাগছে কঙ্গনাকে ।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "নবরাত্রিতে সবাই উপোস করছ ? আজকের সেলিব্রেশন থেকে এই ছবিগুলো তোলা । আমিও উপোস করছি ।"
মহা সরকারের উদ্দেশে কঙ্গনার তির্যক মন্তব্য, "এদিকে দেখি আমার নামে আৎও একটা FIR হয়ে গেছে । মহারাষ্ট্রের পাপ্পু সেনা আমায় নিয়ে যেন একটা ঘোরের মধ্যে আছে, সারাদিন আমায় নিয়েই ভাবছে । এত মিস করবেন না আমায়, খুব তাড়াতাড়ি ফিরব ।"
ফেরা বলতে মুম্বই ফেরার কথা বলেছেন কঙ্গনা । আপাতত তিনি মানালিতে রয়েছেন । দেখে নিন তাঁর পোস্ট...
-
Who all are fasting on Navratris? Pictures clicked from today’s celebrations as I am also fasting, meanwhile another FIR filed against me, Pappu sena in Maharashtra seems to be obsessing over me, don’t miss me so much I will be there soon ❤️#Navratri pic.twitter.com/qRW8HVNf0F
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Who all are fasting on Navratris? Pictures clicked from today’s celebrations as I am also fasting, meanwhile another FIR filed against me, Pappu sena in Maharashtra seems to be obsessing over me, don’t miss me so much I will be there soon ❤️#Navratri pic.twitter.com/qRW8HVNf0F
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020Who all are fasting on Navratris? Pictures clicked from today’s celebrations as I am also fasting, meanwhile another FIR filed against me, Pappu sena in Maharashtra seems to be obsessing over me, don’t miss me so much I will be there soon ❤️#Navratri pic.twitter.com/qRW8HVNf0F
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020