ETV Bharat / sitara

FIR বাতিল করার আবেদন কঙ্গনার

বম্বে হাইকোর্টে পিটিশন ফাইল করলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর এবং দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মুম্বই পুলিশের করা FIR বাতিল করার আবেদন জানালেন অভিনেত্রী ।

kangana ranaut asks to cancel FIR
kangana ranaut asks to cancel FIR
author img

By

Published : Nov 23, 2020, 9:53 PM IST

মুম্বই : মুম্বই পুলিশের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের লড়াই বহমান । কয়েকদিন আগে কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলির বিরুদ্ধে FIR দায়ের করে মুম্বই পুলিশ । যদিও অভিনেত্রী সবসময় বলে এসেছেন যে তিনি FIR-কে ভয় পান না, তাও FIR বাতিল করার জন্য এবার কোর্টের দ্বারস্থ কঙ্গনা ।

হ্যাঁ, এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে মুম্বই পুলিশের করা FIR বাতিল করার জন্য বম্বে হাইকোর্টে পিটিশন ফাইল করেছেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগে FIR দায়ের হয় এই দুই বোনের বিরুদ্ধে । এর আগে দু'বার তাঁদের সমন পাঠানো হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে । 26-27 অক্টোবর ও তারপর 9-10 নভেম্বরে কঙ্গনা ও রঙ্গোলিকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে সমন পাঠিয়েছিল পুলিশ । দু'বারই নিরুত্তর ছিলেন তাঁরা ।

এরপর মুম্বই পুলিশ তৃতীয় বারের জন্য নোটিশ জারি করেছেন । আর তার প্রতিক্রিয়া স্বরূপ বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী । তাঁর বিরুদ্ধে হওয়া FIR বাতিল করার আবেদন জানিয়েছেন তিনি ।

kangana ranaut asks to cancel FIR
.

মুনাওয়ার্লি সাহিল এ.সৈয়দ নামে বলিউডের কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করা, ইন্ডাস্ট্রির বহু মানুষকে ভিত্তিহীন ভাবে খুনী বলা, ধর্ম নিয়ে মানুষকে অপমান করা সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি দুই বোনের বিরুদ্ধে ।

সৈয়দের এই অভিযোগের পরেই মুম্বইয়ের বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনা আর রঙ্গোলির বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয় ।

মুম্বই : মুম্বই পুলিশের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের লড়াই বহমান । কয়েকদিন আগে কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলির বিরুদ্ধে FIR দায়ের করে মুম্বই পুলিশ । যদিও অভিনেত্রী সবসময় বলে এসেছেন যে তিনি FIR-কে ভয় পান না, তাও FIR বাতিল করার জন্য এবার কোর্টের দ্বারস্থ কঙ্গনা ।

হ্যাঁ, এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে মুম্বই পুলিশের করা FIR বাতিল করার জন্য বম্বে হাইকোর্টে পিটিশন ফাইল করেছেন অভিনেত্রী ।

সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর অভিযোগে FIR দায়ের হয় এই দুই বোনের বিরুদ্ধে । এর আগে দু'বার তাঁদের সমন পাঠানো হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে । 26-27 অক্টোবর ও তারপর 9-10 নভেম্বরে কঙ্গনা ও রঙ্গোলিকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে সমন পাঠিয়েছিল পুলিশ । দু'বারই নিরুত্তর ছিলেন তাঁরা ।

এরপর মুম্বই পুলিশ তৃতীয় বারের জন্য নোটিশ জারি করেছেন । আর তার প্রতিক্রিয়া স্বরূপ বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী । তাঁর বিরুদ্ধে হওয়া FIR বাতিল করার আবেদন জানিয়েছেন তিনি ।

kangana ranaut asks to cancel FIR
.

মুনাওয়ার্লি সাহিল এ.সৈয়দ নামে বলিউডের কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করা, ইন্ডাস্ট্রির বহু মানুষকে ভিত্তিহীন ভাবে খুনী বলা, ধর্ম নিয়ে মানুষকে অপমান করা সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি দুই বোনের বিরুদ্ধে ।

সৈয়দের এই অভিযোগের পরেই মুম্বইয়ের বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনা আর রঙ্গোলির বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.