ETV Bharat / sitara

"বলিউডের প্রথম যোগ্য অ্যাকশন হিরোইন", নিজেই নিজেকে তকমা দিলেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

'মণিকর্ণিকা' দিয়ে শুরু, এরপর 'তেজস' ও 'ধাকড়' ছবিতেও ফের অ্যাকশন হিরোইনের অবতারে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে । তাই নিজেকে বলিউডের প্রথম যোগ্য অ্যাকশন হিরোইনের তকমা দিলেন কঙ্গনা ।

kangana ranaut back in manali
kangana ranaut back in manali
author img

By

Published : Oct 16, 2020, 5:45 PM IST

মুম্বই : বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত হিরোইন, তিনটি জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী, বলিউডের প্রথম সফল পিরিয়ড ফিল্মের অভিনেত্রী ও পরিচালক, বলিউডে নারীকেন্দ্রিক ছবির উদ্ভাবক...নিজেকে এমন অনেক তকমায় ভরিয়ে দিয়েছেন কঙ্গনা । এবার তার সঙ্গে যুক্ত হল "প্রথম যোগ্য অ্যাকশন হিরোইন"-এর পালক ।

'তেজস' ও 'ধাকড়' ফিল্মে যথাক্রমে ভারতীয় সৈনিক এবং এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে । তাই তাঁকে রীতিমতো শারীরিক কসরৎ করতে হচ্ছে দিনরাত । 'থালাইভি'-র জন্য ওজন বাড়িয়ে এখন দ্বিগুণ পরিশ্রম করে সেই মেদ ঝড়াচ্ছেন অভিনেত্রী । ওয়ার্কআউটের ভিডিয়ো শেয়ার করলেন কঙ্গনা ।

শুধু ভিডিয়ো শেয়ার করেননি, ক্যাপশনে লিখেছেন এক কড়া বার্তা । লিখেছেন, "বলিউডের থালায় হয়তো আমি অনেক কিছু পেয়েছি, তবে মণিকর্ণিকা-র সাফল্যের পর আমিও বলিউডকে তার প্রথম যোগ্য অ্যাকশন হিরোইন তুলে দিয়েছি ।"

কঙ্গনার এই পোস্টে এসেছে মিশ্র প্রতিক্রিয়া । 'মণিকর্ণিকা'-র সাফল্য নিয়ে অনেকেরই দ্বিমত আছে । তবে তাতে তো কঙ্গনার মুখ বন্ধ হবে না । তিনি তাঁর কথা বলেই যাবেন সোশাল মিডিয়ায় ।

দেখে নিন কঙ্গনার ওয়ার্কআউটের ভিডিয়ো...

  • I have started action training for my upcoming action films #Tejas and #Dhakaad I play a Fauji and a Spy respectively in these films. Bollywood ki thali may have given me a lot but post Manikarnika success I too have given Bollywood it’s first ever legitimate action heroine ❤️ pic.twitter.com/0gkNqk3yuo

    — Kangana Ranaut (@KanganaTeam) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত হিরোইন, তিনটি জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী, বলিউডের প্রথম সফল পিরিয়ড ফিল্মের অভিনেত্রী ও পরিচালক, বলিউডে নারীকেন্দ্রিক ছবির উদ্ভাবক...নিজেকে এমন অনেক তকমায় ভরিয়ে দিয়েছেন কঙ্গনা । এবার তার সঙ্গে যুক্ত হল "প্রথম যোগ্য অ্যাকশন হিরোইন"-এর পালক ।

'তেজস' ও 'ধাকড়' ফিল্মে যথাক্রমে ভারতীয় সৈনিক এবং এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে । তাই তাঁকে রীতিমতো শারীরিক কসরৎ করতে হচ্ছে দিনরাত । 'থালাইভি'-র জন্য ওজন বাড়িয়ে এখন দ্বিগুণ পরিশ্রম করে সেই মেদ ঝড়াচ্ছেন অভিনেত্রী । ওয়ার্কআউটের ভিডিয়ো শেয়ার করলেন কঙ্গনা ।

শুধু ভিডিয়ো শেয়ার করেননি, ক্যাপশনে লিখেছেন এক কড়া বার্তা । লিখেছেন, "বলিউডের থালায় হয়তো আমি অনেক কিছু পেয়েছি, তবে মণিকর্ণিকা-র সাফল্যের পর আমিও বলিউডকে তার প্রথম যোগ্য অ্যাকশন হিরোইন তুলে দিয়েছি ।"

কঙ্গনার এই পোস্টে এসেছে মিশ্র প্রতিক্রিয়া । 'মণিকর্ণিকা'-র সাফল্য নিয়ে অনেকেরই দ্বিমত আছে । তবে তাতে তো কঙ্গনার মুখ বন্ধ হবে না । তিনি তাঁর কথা বলেই যাবেন সোশাল মিডিয়ায় ।

দেখে নিন কঙ্গনার ওয়ার্কআউটের ভিডিয়ো...

  • I have started action training for my upcoming action films #Tejas and #Dhakaad I play a Fauji and a Spy respectively in these films. Bollywood ki thali may have given me a lot but post Manikarnika success I too have given Bollywood it’s first ever legitimate action heroine ❤️ pic.twitter.com/0gkNqk3yuo

    — Kangana Ranaut (@KanganaTeam) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.