ETV Bharat / sitara

সুশান্তের জন্য নয়, নিজের জন্য এসব করছেন কঙ্গনা : সুশান্তের পারিবারিক আইনজীবী - কঙ্গনা রানাওয়াতের খবর

সুশান্ত সিং রাজপুতকে ন্যায় পাইয়ে দিতে কঙ্গনা রানাওয়াত সোশাল মিডিয়ায় জোরদার ক্যাম্পেন শুরু করেছেন । তবে তিনি যে সুশান্ত বা তাঁর পরিবারের প্রতিনিধি নন, সেটা সাফ জানিয়ে দিলেন অভিনেতার পারিবারিক আইনজীবী বিকাশ সিং । তিনি বললেন, কঙ্গনা নিজের ব্যক্তিগত সমস্যা মেটানোর চেষ্টা করছেন ।

kangna ranaut and sushant singh rajput
kangna ranaut and sushant singh rajput
author img

By

Published : Aug 22, 2020, 7:30 PM IST

মুম্বই : সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত সোশাল মিডিয়ায় এমনভাবে উঠে পড়ে লেগেছেন যেন সুশান্ত তাঁর বহুদিনের পরিচিত ছিলেন । অনেকেরই বক্তব্য যে, সুশান্তের মৃত্যুকে অজুহাত করে কঙ্গনা নিজের ব্যক্তিগত ঝাল মেটাচ্ছেন । একই সুরে কথা বললেন রাজপুত পরিবারের আইনজীবী বিকাশ সিং ।

IANS-কে সিং বললেন. "কঙ্গনা এই ইন্ডাস্ট্রির কিছু জেনারেল সমস্যার কথাকে তুলে ধরছেন । হয়তো সুশান্তও নেপোটিজ়মের শিকার হয়েছিলেন । তবে কঙ্গনা সুশান্তের জন্য এসব কিচ্ছু করছেন না । উনি শুধু নিজের জন্যই এসব করছেন ।"

বিস্ফোরক বিকাশ বললেন যে, "কঙ্গনা নিজের ব্যক্তিগত সমস্যাগুলোকে মিটিয়ে নিতে চাইছেন । এটা ওঁর নিজের জার্নি । ওঁর বক্তব্যের উপর ভিত্তি করে আমরা FIR দায়ের করিনি । উনি সুশান্ত বা ওঁর পরিবারের প্রতিনিধি নন ।"

kangna ranaut and sushant singh rajput
.

সুশান্ত নেপোটিজ়মের শিকার হলেও, এই মামলায় সেটাই প্রধান বিষয় নয়, সাফ জানিয়ে দিলেন বিকাশ । এই মামলায় আরও অনেক জটিলতা আছে, রিয়া এবং তার পরিবারের শোষণ আছে, আর সেই মূল বিষয় - দাবি আইনজীবীর ।

এই ব্যাপারে কী বলবেন কঙ্গনা ?

মুম্বই : সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত সোশাল মিডিয়ায় এমনভাবে উঠে পড়ে লেগেছেন যেন সুশান্ত তাঁর বহুদিনের পরিচিত ছিলেন । অনেকেরই বক্তব্য যে, সুশান্তের মৃত্যুকে অজুহাত করে কঙ্গনা নিজের ব্যক্তিগত ঝাল মেটাচ্ছেন । একই সুরে কথা বললেন রাজপুত পরিবারের আইনজীবী বিকাশ সিং ।

IANS-কে সিং বললেন. "কঙ্গনা এই ইন্ডাস্ট্রির কিছু জেনারেল সমস্যার কথাকে তুলে ধরছেন । হয়তো সুশান্তও নেপোটিজ়মের শিকার হয়েছিলেন । তবে কঙ্গনা সুশান্তের জন্য এসব কিচ্ছু করছেন না । উনি শুধু নিজের জন্যই এসব করছেন ।"

বিস্ফোরক বিকাশ বললেন যে, "কঙ্গনা নিজের ব্যক্তিগত সমস্যাগুলোকে মিটিয়ে নিতে চাইছেন । এটা ওঁর নিজের জার্নি । ওঁর বক্তব্যের উপর ভিত্তি করে আমরা FIR দায়ের করিনি । উনি সুশান্ত বা ওঁর পরিবারের প্রতিনিধি নন ।"

kangna ranaut and sushant singh rajput
.

সুশান্ত নেপোটিজ়মের শিকার হলেও, এই মামলায় সেটাই প্রধান বিষয় নয়, সাফ জানিয়ে দিলেন বিকাশ । এই মামলায় আরও অনেক জটিলতা আছে, রিয়া এবং তার পরিবারের শোষণ আছে, আর সেই মূল বিষয় - দাবি আইনজীবীর ।

এই ব্যাপারে কী বলবেন কঙ্গনা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.