ETV Bharat / sitara

কার থেকে সোশাল মিডিয়া ব্যবহারের তালিম নিচ্ছেন কঙ্গনা ? - কঙ্গনা রানাওয়াতের খবর

সম্প্রতি পরিবারের একজনের থেকে সোশাল মিডিয়া ব্যবহারের তালিম নিচ্ছেন কঙ্গনা রানাওয়াত । কোথায় কোন ফিল্টার ব্যবহার করতে হয় শিখে নিচ্ছেন সবটা । কে বলুন তো ? তিনি কঙ্গনার নতুন বৌদি ।

kangana ranaut hiking
kangana ranaut hiking
author img

By

Published : Dec 26, 2020, 3:49 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ কঙ্গনা রানাওয়াত । তাই পুরো ব্যাপারটাকে ঠিক মতো বুঝে নিতে হবে না ? কোথায় কোন ফিল্টার ব্যবহার করতে হয়, কীভাবে কোনও পোস্ট শেয়ার করতে হয়, সেগুলো বুঝে নিতে নতুন বৌদির থেকে তালিম নিচ্ছেন অভিনেত্রী ।

সম্প্রতি দিদি আর বৌদির সঙ্গে পাহাড় চূড়ায় উঠেছিলেন কঙ্গনা । সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি । বরফে মোড়া পাহাড়ে রঙ্গোলি, ঋতু আর কঙ্গনা যেন ভালোবাসার উষ্ণতা ছড়াচ্ছেন ।

ছবিগুলো শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "দারুণ অভিজ্ঞতা হল । আমার বৌদি ইনস্টাগ্রাম কুইন । প্রতিটা ফিল্টারের ব্যাপারে সবকিছু জানে ও । আমি ওর থেকে শিখছি সবগুলো ।" কঙ্গনার সেই হাইকিংয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ।

আপনারাও দেখে নিন...

  • Went hiking with my family yesterday, wonderful experience ❤️
    P.S my bhabhi is Instagram Queen, she knows everything about all filters, and teaching me how to use them 🥰 pic.twitter.com/dSOkdcldsn

    — Kangana Ranaut (@KanganaTeam) December 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ কঙ্গনা রানাওয়াত । তাই পুরো ব্যাপারটাকে ঠিক মতো বুঝে নিতে হবে না ? কোথায় কোন ফিল্টার ব্যবহার করতে হয়, কীভাবে কোনও পোস্ট শেয়ার করতে হয়, সেগুলো বুঝে নিতে নতুন বৌদির থেকে তালিম নিচ্ছেন অভিনেত্রী ।

সম্প্রতি দিদি আর বৌদির সঙ্গে পাহাড় চূড়ায় উঠেছিলেন কঙ্গনা । সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি । বরফে মোড়া পাহাড়ে রঙ্গোলি, ঋতু আর কঙ্গনা যেন ভালোবাসার উষ্ণতা ছড়াচ্ছেন ।

ছবিগুলো শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "দারুণ অভিজ্ঞতা হল । আমার বৌদি ইনস্টাগ্রাম কুইন । প্রতিটা ফিল্টারের ব্যাপারে সবকিছু জানে ও । আমি ওর থেকে শিখছি সবগুলো ।" কঙ্গনার সেই হাইকিংয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ।

আপনারাও দেখে নিন...

  • Went hiking with my family yesterday, wonderful experience ❤️
    P.S my bhabhi is Instagram Queen, she knows everything about all filters, and teaching me how to use them 🥰 pic.twitter.com/dSOkdcldsn

    — Kangana Ranaut (@KanganaTeam) December 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.