ETV Bharat / sitara

এঁকে চিনতে পারছেন ? - কঙ্গনা রানাওয়াতের খবর

এই মুহূর্তে ভারতের অন্যতম বড় কন্ট্রোভার্সি কুইন এই মেয়েটি । বলিউডের অন্যতম সফল অভিনেত্রীও বটে । একটু আন্দাজ করা যাচ্ছে ?

kangana ranaut throwback picture
kangana ranaut throwback picture
author img

By

Published : Nov 8, 2020, 9:15 AM IST

মুম্বই : তারকা হয়ে গেলেও মাঝেমধ্যেই নিজের পুরোনো ছবি খুঁজে বের করেন কঙ্গনা রানাওয়াত । মন খুঁড়ে পুরোনো স্মৃতি রোমন্থন করেন । আজও একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে নস্ট্যালজিক কঙ্গনা ।

ভাই অক্ষতের বিয়ে হয়েছে সম্প্রতি । কিন্তু, ছোট্ট সেই ভাই এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবতেই পারেননি কঙ্গনা । এখনও পুরোনো ছবি দেখলে তাঁর মনে হয়, এই তো সেদিনের ঘটনা !

তেমনই একটা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । যেখানে ছোট্ট কঙ্গনার সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট অক্ষতকে । আরও কয়েকজন ভাই-বোন রয়েছে তাঁর সেই ছবিতে ।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "এই ছবিতে অক্ষতের মুখটা দেখে আমি নস্ট্যালজিক হয়ে পড়ছি । বড় হয়ে আমি ওকে খুব জ্বালিয়েছি । আমি সবসময় কিছু না কিছু দুষ্টুমি করতাম আর অক্ষত সেই ক্রাইমে আমার পার্টনার হত ।"

উদয়পুরে ভাইয়ের জন্য ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন করেছেন কঙ্গনা । ছোট্ট ভাইয়ের এই বিশেষ দিনে পুরোনো ছবি দিয়েই তাঁকে ট্রিট দিলেন তিনি । দেখে নিন কঙ্গনার পোস্ট..

  • Aksht’s face in this picture making me nostalgic, growing up I bullied him, I was always up to something and willingly/unwillingly he played my perfect partner in crime, today my little Bholu is a grown up man and those wonderful years of childhood just feel like yesterday ❤️❤️❤️ pic.twitter.com/dD2Qegl0Gy

    — Kangana Ranaut (@KanganaTeam) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : তারকা হয়ে গেলেও মাঝেমধ্যেই নিজের পুরোনো ছবি খুঁজে বের করেন কঙ্গনা রানাওয়াত । মন খুঁড়ে পুরোনো স্মৃতি রোমন্থন করেন । আজও একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে নস্ট্যালজিক কঙ্গনা ।

ভাই অক্ষতের বিয়ে হয়েছে সম্প্রতি । কিন্তু, ছোট্ট সেই ভাই এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবতেই পারেননি কঙ্গনা । এখনও পুরোনো ছবি দেখলে তাঁর মনে হয়, এই তো সেদিনের ঘটনা !

তেমনই একটা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । যেখানে ছোট্ট কঙ্গনার সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট অক্ষতকে । আরও কয়েকজন ভাই-বোন রয়েছে তাঁর সেই ছবিতে ।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "এই ছবিতে অক্ষতের মুখটা দেখে আমি নস্ট্যালজিক হয়ে পড়ছি । বড় হয়ে আমি ওকে খুব জ্বালিয়েছি । আমি সবসময় কিছু না কিছু দুষ্টুমি করতাম আর অক্ষত সেই ক্রাইমে আমার পার্টনার হত ।"

উদয়পুরে ভাইয়ের জন্য ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন করেছেন কঙ্গনা । ছোট্ট ভাইয়ের এই বিশেষ দিনে পুরোনো ছবি দিয়েই তাঁকে ট্রিট দিলেন তিনি । দেখে নিন কঙ্গনার পোস্ট..

  • Aksht’s face in this picture making me nostalgic, growing up I bullied him, I was always up to something and willingly/unwillingly he played my perfect partner in crime, today my little Bholu is a grown up man and those wonderful years of childhood just feel like yesterday ❤️❤️❤️ pic.twitter.com/dD2Qegl0Gy

    — Kangana Ranaut (@KanganaTeam) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.