মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে কঙ্গনা রানাওয়াত বিভিন্ন মাধ্যমে CBI তদন্তের দাবি জানিয়েছেন । সুশান্তের মৃত্যুর পিছনে আসল কারণটিকে সন্ধান করার কথা বলেছেন তিনি । যদিও কঙ্গনা নিজের মতো করেই সব রায় দিয়ে চলেছেন, তবুও শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে খুশি অভিনেত্রী ।
সোশাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, "মানবিকতার জয় । সুশান্ত ওয়ারিয়ারদের অনেক অভিনন্দন । এই প্রথমবার মনে হচ্ছে যে, সবাই একজোট হয়ে ন্যায়ের জন্য লড়াই করছেন । দারুণ ব্যাপার । #CBITakesOver"
কয়েকদিন আগে কঙ্গনা একটি ভিডিয়োবার্তার মাধ্যমে আবেদন জানান যে, "সুশান্ত মামলায় CBI-এর তদন্ত করা হোক । সত্যিটা জানার অধিকার রয়েছে আমাদের ।" আর কিছুদিনের মধ্যেই এই ভিকট্রি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শুধু কঙ্গনা নন, অক্ষয় কুমার, কৃতি স্যানন, অঙ্কিতা লোখান্ডের মতো একাধিক তারকা সুপ্রিম কোর্টের এই রায়কে সাদরে স্বাগত জানিয়েছেন । খুশি সুশান্ত অনুরাগীরাও ।